বাংলাহান্ট ডেস্ক: ঘোষনা তিনি আগেই করেছিলেন। ইন্টারনেট সেনসেশন ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) সঙ্গে গান রেকর্ড করবেন। কথা রেখেছেন হিরো আলম (Hero Alom)। ভুবনের সঙ্গে নতুন গান রেকর্ড করে ভিডিও শেয়ার করেছেন ওপার বাংলার ভাইরাল শিল্পী আশরাফুল আলম।
আগেভাগেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দিয়েছিলেন, এবার ভারতে আসছেন। দমদম বিমানবন্দরে নেমে ঘোষনাও করেছিলেন, দু দুটি চমক দেবেন। প্রথম চমক ছিল ভুবন বাদ্যকরের সঙ্গে গান রেকর্ড করা। সে গান রেকর্ড করে নিজের ইউটিউব চ্যানেলে শেয়ারও করেছেন হিরো আলম।
গানের নাম, ‘বাবু খাইছো× কাঁচা বাদাম’। গানটি রেকর্ড করার ভিডিও শেয়ার করেছেন হিরো কলম। নীল টিশার্টের উপরে লাল ব্লেজার পরেছেন তিনি। আর পাশে হালকা গোলাপি পাঞ্জাবিতে ভুবন বাদ্যকর। বেশ নেচে নেচেই গান গাইতে দেখা গেল ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরকে। জানা গিয়েছে, লেকটাউনের একটি স্টুডিওতে গান রেকর্ড করেছেন দুজনে।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত ১ লক্ষ ভিউ হয়েছে ভিডিওটিতে। লাইক পড়েছে ১২ হাজার। কয়েকজন মজা করে লিখেছেন বটে, ‘গান শোনার পরেও সুস্থ আছি’, তবে এই প্রথম হিরো আলমের কোনো গানের ভিডিওতে নিন্দার থেকে প্রশংসা বেশি হয়েছে। গানের সুর পছন্দ হয়েছে অনেকেরই। কয়েকজন নাকি একাধিক বারও শুনেছেন ‘বাবু খাইছো কাঁচা বাদাম’।
ভুবনের সঙ্গে আরো একটি গান রেকর্ড করেছেন হিরো আলম। গানের নাম ‘হাউ ফানি’, লিখেছেন এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অজিত সাহিন। আপাতত গানটা শুধু রেকর্ড হয়েছে। এরপর মিউজিক ভিডিও তৈরি হবে। সেই ভিডিও পরিচালনার দায়িত্বে থাকবেন সালাউদ্দিন গোলদার।
সংবাদ মাধ্যমকে হিরো আলম বলেন, অনেকদিন ধরেই কথা চলছিল কলকাতায় এসে গান রেকর্ড করার। অবশেষে তারিখ চূড়ান্ত করে চলেই এলেন। বাংলাদেশি নায়কের কথায়, “দুই বাংলার দুই ভাইরাল শিল্পী একসঙ্গে গান গাইলাম। এবার দুই বাংলায় এই গান ভাইরাল হবে।”