বাংলাহান্ট ডেস্ক: তিনি গানেও আছেন, আবার অভিনয়েও আছেন। আর এবার আবৃত্তিও শুরু করতে চলেছেন। হিরো আলম (Hero Alom), বাংলাদেশের অন্যতম নামী এবং ‘জনপ্রিয়’ তারকা। হ্যাঁ, তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। তিনি যা করেন তাই নিয়েই সমালোচনা, হাসিঠাট্টার ঝড় ওঠে। কিন্তু হিরো আলম তো দমে যাওয়ার মানুষ নন। এবার গান ছেড়ে কবিতা নিয়ে পড়েছেন তিনি।
নতুন সিনেমা নিয়ে আসছেন হিরো আলম। নাম ‘হাসিওয়ালা’। আট মিনিটের একটি ‘পোয়েট্রিকাল ফিল্ম’ এটি। এখানেই কবিতা পাঠের সঙ্গে অভিনয়ও করবেন তিনি। নিজের জীবনের উপরে লেখা একটি কবিতা পাঠ করতে চলেছেন বলে জানান হিরো আলম।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির প্রথম পোস্টার। পরনে ধুতি পাঞ্জাবি, গলায় চাদর, চোখে চশমা, মাথায় উসকো খুসকো চুল, ভাবুক দৃষ্টিতে চেয়ে হিরো আলম। এক ঝলক দেখলে চেনা দায়। সংবাদ মাধ্যমকে তিনি জানান, দু মাস ধরে আবৃত্তি চর্চা করছেন তিনি। স্পষ্ট উচ্চারণে কথা বলা শিখছেন। কিন্তু তবুও যদি দর্শকদের মনে না ধরে তাহলে আর কোনোদিন আবৃত্তি করবেন না।
এর আগে রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি বিকৃত ভাবে গাওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশি ইউটিউবারের বিরুদ্ধে। তাঁকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় যে তিনি আর রবীন্দ্রসঙ্গীত গাইবেন না। তাঁকে নাগাড়ে জেরাও করে পুলিস। এমনকি এও শোনা গিয়েছিল, বাংলাদেশের পুলিস নাকি গ্রেফতার করেছে হিরো আলমকে।
কিন্তু এদিন অন্য কথা জানালেন তারকা। তিনি নাকি কোনো আইনি নোটিসই পাননি। বাংলাদেশের শিল্পী সমিতির নির্বাচনে গিয়েছিলেন তিনি। তাঁকে দেখার জন্য এতই ভিড় হয়েছিল যে প্রশাসন বিশেষ নিরাপত্তা দিয়ে তাঁকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। সেটাকেই বিকৃত করে নাকি প্রচার করা হচ্ছে যে তিনি গ্রেফতার হয়েছেন।
সেই সঙ্গে তাঁর গানের বিরুদ্ধে ওঠা যাবতীয় নিন্দা, সমালোচনারও জবাব দিয়েছেন হিরো আলম। হিন্দি গান অবধি তাও ঠিক ছিল, কিন্তু রবীন্দ্রসঙ্গীত গেয়েই বিপদে পড়েন তিনি। একাধিক অভিযোগ উঠতে থাকে তাঁর বিরুদ্ধে। এদিন পালটা সুর চড়িয়েছেন হিরো আলম, সঙ্গীতের সর্বনাশ কি তিনি একা করছেন? আর কেউ কিছু করছে না? যত দোষ তাঁর একার!