পড়াশোনার খরচ সামলাতে হিমসিম খাচ্ছেন?নো চাপ! সব খরচ দেবে এই Scholarship, কীভাবে পাবেন?

বাংলাহান্ট ডেস্ক : আমাদের দেশে বহু শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় অর্থ। অর্থের অভাবে অনেকেই মাঝপথে পড়াশুনা ছেড়ে দিতে বাধ্য হন। তবে সরকারি ও বেসরকারি উদ্যোগে এমন বেশকিছু স্কলারশিপ (Scholarship) রয়েছে যেগুলি শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করে থাকে পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য। এগুলির মধ্যে অন্যতম রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপ।

Higher Secondary exam

হিরো ফিনকর্প ও রমন কান্ত মুঞ্জাল ফাউন্ডেশন যৌথ উদ্যোগে শুরু করেছে এই স্কলারশিপ (Scholarship)। মূলত মেধাবী ও দুঃস্থ পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা করাই এই স্কলারশিপের লক্ষ্য। রমন কান্ত মুঞ্জাল স্কলারশিপ প্রতি বছর ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে থাকে উচ্চ শিক্ষার জন্য। তবে এই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য আবেদনকারীকে পূরণ করতে হয় কিছু শর্ত।

আরোও পড়ুন : উচ্চমাধ্যমিক শুরুর আগেই বড় খবর! পরীক্ষার সময়সূচিতে বদল আনল সংসদ! জারি নয়া বিজ্ঞপ্তি

এই প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, নির্বাচিত স্কলারদেরকে স্কলারশিপ হিসেবে বছর তিনেকের জন্য ৪০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে পড়ালেখা শেষ করার জন্য। তবে, সংশ্লিষ্ট প্রার্থীদের কোর্স আর কলেজের ফি’র উপর ভিত্তি করেই স্কলারশিপের টাকার অংক নির্দিষ্ট করা হবে। ফলে কথা বলাই বাহুল্য, একবার সিলেকশন হয়ে গেলে আর পড়াশোনার জন্য অর্থব্যয় নিয়ে কোন চিন্তা থাকবে না।

Scholarship

 

এক নজরে এই স্কলারশিপের (Scholarship) শর্ত বা যোগ্যতাগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক-

• মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় আবেদনকারীকে নূন্যতম ৮০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

• ভারতের স্থায়ী বাসিন্দারা আবেদনের যোগ্য।

• আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় থাকতে হবে ৪ লক্ষ টাকার কম।

• আবেদনকারীকে অবশ্যই ভর্তি হতে হবে B.Com, Bachelor of Management Studies (BMS), BBA, Integrated Program in Management (IPM), Bachelor in Business Studies (BBS), BFIA, Bachelor of Banking and Insurance (BBI), Bachelor of Accounting and Finance (BAF), Bachelor of Banking and Insurance (BBI), B.Sc (Statistics), B.A. (Economics) প্রভৃতি কোর্সে।

যারা আবেদন করতে ইচ্ছুক তাদের ভিজিট করতে হবে Buddy4Study পোর্টালে। এই পোর্টালে গিয়ে একাধিক স্কলারশিপ (Scholarship) সম্পর্কেও জানতে পারবেন আগ্রহীরা। এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে – 011-430-92248 (Ext-326) অথবা ইমেইল করতে পারেন -scholarships@rkmfoundation.org -তে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর