বাংলা হান্ট ডেস্ক: আপনি যদি এই সময়ে একটি শক্তিশালী ও চমৎকার ফিচার্স সহ কোনো স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, আজ আমরা আপনার কাছে ভারতের (India) বৃহত্তম টু-হুইলার কোম্পানি Hero MotoCorp-এর নতুন স্কুটার Xoom 160-র বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করব। এই প্রসঙ্গে জানা গিয়েছে, এই স্কুটারটি হবে ওই সংস্থার প্রথম অ্যাডভেঞ্চার ম্যাক্সি স্কুটার।
এমতাবস্থায়, আসন্ন স্কুটারটির ডিজাইন অ্যাডভেঞ্চার রাইডিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। যেটি আপনাকে খারাপ রাস্তাতেও দুর্দান্ত রাইডিং এক্সপিরিয়েন্স প্রদান করবে। উল্লেখ্য যে, Hero-র এই নতুন স্কুটারে লম্বা উইন্ডস্ক্রিন এবং LED হেডলাইটের মতো ফিচার্স থাকবে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ভারত মোবিলিটি শোতে Zoom 160-এর ঝলক সামনে এনেছিল Hero। এদিকে, এই নতুন স্কুটারের সাইড এবং রিয়ার ডিজাইন অত্যন্ত অনন্য এবং স্টাইলিশ। তাই, এই স্কুটারটি দেখতে অন্যান্য স্কুটার থেকে বেশ আলাদা। আপনি যদি পারফরম্যান্সের দিক থেকে অসাধারণ একটি স্কুটার চান, তাহলে আপনি Zoom 160-র জন্য অপেক্ষা করতে পারেন।
Hero Xoom 160-র দুর্ধর্ষ ফিচার্স: উল্লেখ্য যে, Xoom 160 হয়ে উঠবে Hero-র ফ্ল্যাগশিপ স্কুটার। যেটিতে একাধিক দুর্দান্ত ফিচার্স উপলব্ধ থাকবে। ভারত মোবিলিটি এক্সপো ২০২৪-এ দেখানো মডেলটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেকটিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন এবং কি লেস ইগনিশনের মতো ফিচার্স ছিল। এছাড়াও, এই স্কুটারে অনেকটা স্পেস থাকবে। আপনি Hero Xoom 160 স্কুটারে LED হেডলাইট এবং টেইল লাইটের মতো বৈশিষ্ট্যগুলিরও সুবিধা পাবেন।
আরও পড়ুন: ফের হুঙ্কার Tata Motors-এর! পাত্তা পেল না Hyundai, হয়ে উঠল ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়ি কোম্পানি
শক্তিশালী ইঞ্জিন: Hero Xoom 160 একটি পারফরম্যান্স বেসড স্কুটার হিসেবে প্রবেশ করবে। যেটি একটি নতুন 156cc লিকুইড কুলড ইঞ্জিন দ্বারা চালিত হবে বলে অনুমান করা হচ্ছে। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, টুইন রিয়ার শক অ্যাবজর্বার, চওড়া ব্লক প্যাটার্ন টায়ার সহ ১৪ ইঞ্চির চাকা, ABS সহ ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং পিছনের ড্রাম ব্রেক এই স্কুটারে পাওয়া যাবে।
আরও পড়ুন: ঈশান-শ্রেয়সকে ঘিরে বিতর্কের আবহে এবার এন্ট্রি মহারাজের! জয় শাহকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ
কত হবে দাম: Hero MotoCorp ভারতীয় মোটরসাইকেল বাজারে সবচেয়ে বড় নাম। এমতাবস্থায়, Hero এখন স্কুটার সেগমেন্টে নজর রেখেছে। Zoom 160 এখনও লঞ্চ হয়নি। তবে, এই স্কুটারটি বাজারে এলে এটি Aprilia SXR 160 এবং Yamaha Aerox 155-র মতো শক্তিশালী স্কুটারগুলির সাথে টক্কর দেবে। এদিকে, Hero Zoom 160-র সম্ভাব্য এক্স-শোরুম মূল্য প্রায় ১.৩ লক্ষ টাকা হতে পারে।