বাংলাহান্ট ডেস্ক: করোনা কালের পর থেকে যেন নতুন করে জোয়ার এসেছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। মূলত দক্ষিণ ইন্ডাস্ট্রিরই রমরমা চলছে এখন। তুলনায় অনেকটাই পিছিয়ে বলিউড (Bollywood)। এ নিয়ে বিতর্কও, ঠোকাঠুকিও কম লাগছে না। এমতাবস্থায় টাইগার শ্রফের (Tiger Shroff) ‘হিরোপন্তি ২’ (Heropanti 2) নতুন আশার আলো দেখাল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে।
এতদিন আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে নতুন নতুন রেকর্ড তৈরি করেছে দক্ষিণের ছবিগুলি। এবার হিরোপন্তি ২ ও নাম লেখালো সেই দলেই। আগামীকাল অর্থাৎ ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগে প্রায় ৪ কোটি টাকার আগাম টিকিট বুক করা হয়েছে।
সূত্রের খবর বলছে, বুধবার পর্যন্ত এক দিনেই ১.১ লক্ষ টাকার টিকিট আগাম বিক্রি করেছে মাল্টিপ্লেক্সগুলি। বৃহস্পতিবারের রিপোর্ট এখনো সামনে আসেনি। তবে ফিল্ম বিশেষজ্ঞদের মতে, মুক্তির আগের দিন মধ্যরাত পর্যন্ত আগাম টিকিট বুকিংএর টাকাটা দাঁড়াতে পারে ৮-৯ কোটিতে। সেই হিসাবে প্রথম দিনে প্রায় ২৫ কোটি টাকার ব্যবসা করতে পারে টাইগারের ছবি।
করোনার পর থেকে হিন্দি ভাষার কোনো ছবির ক্ষেত্রে সবথেকে বেশি হিরোপন্তি ২ এরই আগাম টিকিট বুক হয়েছে। শুনতে অবাক লাগলেও অন্তিম, বেল বটম, বচ্চন পাণ্ডে, গাঙ্গুবাঈ এর মতো ছবিকেও ছাপিয়ে গিয়েছে হিরোপন্তি ২। এমনকি করোনা কালের আগের সুপার ৩০, কলঙ্ক, সাহো, গুড নিউজ এর মতো ছবির তুলনায় হিরোপন্তি ২ নিয়ে দর্শকদের উন্মাদনা বেশি চোখে পড়ছে।
টাইগারের শেষ ছবি ‘বাঘি থ্রি’কে ছাপিয়ে গিয়েছে হিরোপন্তি ২। অতিমারির আগের ছবি বাঘি থ্রি। গোটা দেশে প্রায় ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছিল ওই ছবির। সেখানে হিরোপন্তি ২ এর ইতিমধ্যেই ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
টাইগারের কেরিয়ারের প্রথম ছবি হিরোপন্তি। ২০১৪ তে মুক্তি পেয়েছিল ছবিটি। সেটারই সিক্যুয়েল হিরোপন্তি ২। এবারে পাইগারের বিপরীতে রয়েছেন তারা সুতারিয়া। খল নায়কের চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। ২৯ এপ্রিল মুক্তি পাবে হিরোপন্তি ২।