বাংলাহান্ট ডেস্ক: অঘটন তো ঘটারই ছিল। কিন্তু তা যে এত বড় আকারে ধরা দেবে তা ভাবতেও পারেনি কেউ। বক্স অফিসে কার্যত ভরাডুবি হয়েছে ‘হিরোপন্তি ২’ (Heropanti 2) এর। দর্শকদের মন জয় করতে পুরোপুরি ব্যর্থ টাইগার শ্রফ ও তারা সুতারিয়া। এমনকি নওয়াজউদ্দিন সিদ্দিকীকে খলনায়কের চরিত্রে রেখেও শেষরক্ষা হল না।
গত ২৯ এপ্রিল মুক্তি পেয়েছে হিরোপন্তি ২। ২০১৪ তে মুক্তিপ্রাপ্ত হিরোপন্তির সিক্যুয়েল এই ছবি। আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আশার আলো দেখালেও প্রথম দিনে মাত্র ৭.৫০ কোটি টাকা তুলতে পেরেছিল হিরোপন্তি ২। পরবর্তীকালে ব্যবসার পরিমাণ বাড়ার বদলে আরো কমেছে।
৫ এপ্রিল ষষ্ঠ তম দিনে মোটে ২১.৬৫ কোটি টাকার ব্যবসা করেছে হিরোপন্তি ২। ষষ্ঠ দিনে মাত্র ২.১৫ থেকে ২.৩০ কোটি টাকা তুলতে পেরেছে এই ছবি। বড়সড় ক্ষতির মুখে ছবি নির্মাতারা। বক্স অফিস সংগ্রহে যে বড়সড় একটা ধাক্কা খেতে চলেছে এই ছবি তা বলা বাহুল্য।
অবশ্য এমনটা যে হবে তা তো জানাই ছিল। ‘কেজিএফ চ্যাপ্টার ২’ যখন প্রেক্ষাগৃহে রাজত্ব করছে ঠিক তখনি মুক্তি পায় হিরোপন্তি ২। ফল যা হওয়ার তাই হয়েছে। বেশিরভাগ স্ক্রিনই কেজিএফের দখলে। এমতাবস্থায় কার্যত ধুঁকছে টাইগারের ছবি।
দর্শকরাও তীব্র সমালোচনা করেছে এই ছবির। হিরোপন্তি ২ দেখে দর্শকদের একাংশের দাবি, যেন পরীক্ষা চলছে দর্শক কতক্ষণ টিকে থাকতে পারেন সিনেমা হলে। একজন লিখেছেন, ছবি দেখে মাথা ধরে গিয়েছে। ভারতে তৈরি সবথেকে খারাপ ছবি এটাই।
প্রত্যেকটা দৃশ্য জঘন্য, কোনো যুক্তিই নেই। এমনকি ৫ এর মধ্যে অনেকে ০ রেটিংও দিয়েছে হিরোপন্তি ২ কে। মিমে ভরে গিয়েছে নেটদুনিয়া। এমনকি হাস্যকর খলনায়কের চরিত্রে অভিনয়ের জন্য ট্রোলড হয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীও। হিরোপন্তি ২ এর IMDb রেটিং ১০ এ মাত্র ৫.১।