‘সচিন, কোহলি, রিচার্ডস নিজেদের মতো শ্রেষ্ঠ, কিন্তু সূর্যকুমাররা ১০০ বছরে ১ বার’, মন্তব্য বিশ্বজয়ী অধিনায়কের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট বিশ্ব অনেক এমন অনেক ব্যাটারকে দেখেছে যাদের শুধু ‘ভালো ক্রিকেটার’ আখ্যা দিয়ে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। ভিভিয়েন রিচার্ডস, সচিন টেন্ডুলকার, বিরাট কোহলির মতো ক্রিকেটাররা শুধুমাত্র ভালো ক্রিকেট খেলেননি, তারা ক্রিকেটকে নতুন ব্যাখ্যা দিয়েছেন। উনারা এমন কীর্তি করে দেখিয়েছেন যা বিশ্ব ক্রিকেটে তাদের আগে কেউ কল্পনা করতে পারেননি।

ভারতের প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেব ইনাদের প্রত্যেকের শ্রেষ্ঠত্বকেই স্বীকার করেন। কিন্তু তা সত্বেও বর্তমানে ভারতীয় দলের অন্যতম বড় তারকা সূর্যকুমার যাদবকে নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত তিনি। সকলেই জানেন যে বিশ্বজয়ী ভারত অধিনায়ক খুব সহজে কারোর প্রশংসা করেন না। তিনি যখন ভারতের ‘মিস্টার ৩৬০°’-কে নিয়ে প্রশংসা করছেন তখন বুঝতে হবে যে সত্যিই অসাধারণ কিছু করে দেখিয়েছেন সূর্যকুমার।

কপিল সূর্যকুমারের প্রসঙ্গে বলেছেন, “কখনও কখনও আমি ভাষায় ব্যাখ্যা করতে পারি না ওর ব্যাটিং। ওকে দেখেই তো বোলাররা অস্বস্তিতে পড়ে যায়। কারণ ও যে ডেলিভারিটিকে মিড উইকেট নিয়ে গ্যালারিতে পাঠাতে পারে, ওই ধরনের ডেলিভারিটিকেই ও সম্পূর্ণ বিপরীত দিক দিয়েও গ্যালারিতে পাঠাতে পারে। আমি সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, এবি ডেভিলিয়ার্স, ভিভিয়ান রিচার্ডস অনেক কিংবদন্তি ক্রিকেটারদেরই দেখেছি। কিন্তু সূর্যকুমার যাদবের মতো ক্রিকেটার ১০০ বছরে একবারই আসে।

1612518818 kapil dev farmer

সূর্যকুমারের ব্যাটিং-বিক্রম দেখে গোটা ক্রিকেটবিশ্বই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছে। গত শনিবার রাজকোটের পিচে শ্রীলঙ্কার বোলারদেরকে স্কুল স্তরে নামিয়ে এনেছিলেন স্কাই। তার ব্যাটের তান্ডবের হাত থেকে রক্ষা পায়নি কোনও শ্রীলঙ্কান বোলার। পেসারদের বিরুদ্ধে স্কুপে হোক বা স্পিনারদের বিরুদ্ধে স্টেপ আউটে, কোনওক্ষেত্রেই একবারের জন্যেও বেকায়দায় পড়তে দেখা যায়নি স্কাইকে।

সূর্যকুমার যাদবের শট সিলেকশন দেখে সেদিন সকলেই অভিভূত হয়ে পড়েছিলেন। যেভাবে শুরু থেকে ইনিংসের শেষ বল অবধি অফস্টাম্পের বাইরের বল গুলিকে স্কুপ করে ডিপ স্কোয়ার লেগ বা ফাইন লেগ বাউন্ডারির সীমানা পার করালেন, তা দেখে অনেকেরই এবি ডিভিলিয়ার্সের কথা মনে পড়ে যাবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অর্থাৎ দেশের হয়েও বোধহয় টি-টোয়েন্টি এতটা ধারাবাহিক কোনওদিনই ছিলেন না মিস্টার ৩৬০°।

Reetabrata Deb

সম্পর্কিত খবর