ছুটি বাতিল হাসপাতাল কর্মীদের, ‘হাই অ্যালার্ট’ জারি করে ‘প্রস্তুত’ থাকার নির্দেশ, শীঘ্রই বড়সড় কিছু ঘটতে চলেছে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কাশ্মীর (Jammu and Kashmir) হামলার পর থেকেই টানটান পরিস্থিতি দেশ জুড়ে। জঙ্গি হামলায় ২৬ জনের রক্তপাতে ফুঁসছে গোটা দেশ। বিশেষ করে সমগ্র জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। সন্দেহভাজন জঙ্গিদের তালিকায় দুজন কাশ্মীরির থাকার কথাও জানা গিয়েছিল। তাদের খোঁজে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে সরকার। এর মাঝেই জম্মু মেডিকেল কলেজ হাসপাতালের তরফে এল বড় বিবৃতি। সব কর্মীদের ‘প্রস্তুত’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

জম্মু (Jammu and Kashmir) হাসপাতালে জারি হাই অ্যালার্ট

মঙ্গলবারের ঘটনার পর থেকেই পরিবেশ থমথমে হয়ে রয়েছে কাশ্মীরে (Jammu and Kashmir)। সর্বত্র চলছে সেনা তল্লাশি। এর মাঝেই একটি বিবৃতি জারি করে সব কর্মীদের ছুটি বাতিল করল জম্মু মেডিকেল কলেজ হাসপাতাল। ‘প্রস্তুত’ থাকার নির্দেশ দেওয়া হয়েছে সকলকে। ২৪ ঘন্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। কর্মীদের বলা হয়েছে, কোনো রকম সতর্কবার্তা পেলে অবিলম্বে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাতে।

High alert in hospital in Jammu and Kashmir

রেইকি হয়েছে উপত্যকায়: জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে হাসপাতালে। আর এই বিবৃতির পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বড়সড় কিছু ঘটতে চলেছে কাশ্মীরে (Jammu and Kashmir)? উল্লেখ্য, হামলার পরেই জানা গিয়েছিল, জঙ্গিরা নাকি বৈসরণ ভ্যালিতে কয়েকবার রেইকি করেছিল। আর এই হামলার ঘটনায় জঙ্গিদের কোনো স্থানীয় কেউই যুক্ত থাকতে পারেন বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা।

আরো পড়ুন : ‘যারা আমার ধর্মের লোকদের.., খাস কলকাতায় মুসলিম রোগিনীকে ফিরিয়ে দিলেন ডাক্তার! কাশ্মীর হামলার আবহেই মারাত্মক অভিযোগ

সন্দেহভাজন হিসেবে আটক এক গাইড: এদিকে সম্প্রতি এক পর্যটক তরুণীর দাবির ভিত্তিতে আটক করা হয়েছে একজন গাইডকে। একজন সন্দেহভাজন জঙ্গির সঙ্গে তিনি করে বলেছিলেন বলে দাবি করেছেন ওই তরুণী। তিনিই তাঁকে তাঁর ধর্মও জিজ্ঞাসা করেছিলেন। চার জঙ্গির ছবির সঙ্গে একজন গাইডের ছবিও ঘুরপাক খাচ্ছে সর্বত্র। সেই ছবি দেখেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তরুণী।

আরও পড়ুন : ফের আক্রান্ত পুলিশ! উর্দিধারীদের লক্ষ্য করে ইট বৃষ্টি-পালটা লাঠিচার্জ, উত্তপ্ত আমডাঙা

কাশ্মীর (Jammu and Kashmir) হামলায় এক গাইডের ছবি সামনে এনে বড়সড় দাবি করা হয়েছে। আয়াজ আহমেদ জুঙ্গল নামে ওই গাইডকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। এদিকে ভারতের একাধিক পদক্ষেপের পালটা পাকিস্তানের থেকেও এসেছে হুঁশিয়ারি। এমতাবস্থায় জম্মু কাশ্মীরে বাড়ানো হয়েছে সতর্কতা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X