বাংলাহান্ট ডেস্ক: ২৬/১১ এর ধাঁচে জল পথে মুম্বাই হামলার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী চূড়ান্ত সতর্ক রয়েছে। ভারতের স্বাধীনতা দিবসের হামলার আশঙ্কাকে কেন্দ্র করে চলছে নজরদারি।
কোনরকম সন্দেহজনক গতিবিধি দেখলে তাকে তৎক্ষণাৎ আটক করার নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের এক আধিকারিক জানান, সংবেদনশীল এলাকাগুলিতে পেট্রোলিং এর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ আধিকারিক বলেন, আবর্জনার স্তুপ সরিয়ে গাড়ি চলছে। মুম্বাইয়ের ৭০ টি জাহাজ বন্দরে জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে। ও এলাকাগুলিতে যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে।