অন্ধকার নামবে ভর দুপুরে, ফুঁসছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’! দক্ষিণবঙ্গের তিন জেলায় বড় সতর্কতা

Last Updated:

বাংলা হান্ট ডেস্ক : বঙ্গোপসাগরের উপরে ঘনীভূত ঘূর্ণিঝড় (Cyclone) ‘মিধিলি’ (Midhili) নিয়ে বড় দুশ্চিন্তায় ছিল রাজ্য। নিম্নচাপের জেরে গত দু-দিন দক্ষিণের (South Bengal) বেশ কিছু জেলার পাশাপাশি জেলা পুরুলিয়ার আকাশেও দেখা গেছে কালো মেঘ। অন্যান্য জেলায় বৃষ্টির ভ্রুকুটি দেখা গেলেও বৃষ্টিপাত পুরুলিয়ায়। শনিবার সকাল থেকেই রোদের দেখা মিলেছে।

ভারতীয় আবহাওয়া দফতরের (India Meteorological Department) খবর, এইদিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও। ইতিমধ্যেই কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

সতর্কতা জারী দক্ষিণবঙ্গের তিন জেলায় :

দুই পরগনার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান। গতকাল ছিটেফোঁটা বৃষ্টি দেখা গেছে বাঁকুড়াতেও। প্রসঙ্গত উল্লেখ্য, ১৮ই নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন : দুর্নীতির অঙ্ক ছাড়িয়েছে হাজার কোটি, রয়েছে বিদেশযোগ! জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই বেরিয়ে এল বড় তথ্য

in delhi rain winter

কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিধিলি  ?

তবে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব উত্তরবঙ্গ অবধি পৌঁছাবেনা বলেই খবর। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তবে উত্তর সহ গোটা বঙ্গেরই পারদ বেশ খান কমবে বলে খবর। শীতের দাপট বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। পাশাপাশি তীব্র না হলেও হালকা শীতের আমেজে গা ভাসাবে দক্ষিণবঙ্গও।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X