সমুদ্র সৈকতে জারি হলো সতর্কবার্তা

Published On:

 

মঙ্গলবার থেকে হালকা, মাঝারি বৃষ্টি নেমেছিলো দক্ষিণবঙ্গ জুড়ে। আগাম পূর্বাভাসও দিয়েছিল আবহাওয়া দপ্তর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। একই সঙ্গে দুর্যোগ আশঙ্কার কথাও শুনিয়েছে তারা। আগামী ২৪ ঘন্টায় উপকূলের জেলাগুলোতে মাঝারি ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে ।

 

নিম্নচাপের কারণে সমুদ্র অশান্ত থাকবে। তাই আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এই সময় যাঁরা সমুদ্রে আছেন, তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দিঘাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

সমুদ্রস্নানের জন্য নিষেধ করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে এ বিষয়ে প্রচার চালানো হয় পুলিশের উদ্যোগে। আজ সকাল থেকে সমুদ্র উপকূল এলাকা , দীঘা, শঙ্করপুর, তাজপুর, চাঁদ পুর,মান্দারমনি তে ব্যাপক হারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে ।

X