অ্যাম্বুলেন্সের দাদাগিরি! পার্ক সার্কাস থেকে মেডিক্যাল ভাড়া ৯০০০ টাকা ! দিতে না পাড়ায় নামিয়ে দেওয়া হল করোনা আক্রান্ত শিশুদের

বাংলাহান্ট ডেস্কঃ দূরত্ব মেরেকেটে সাড়ে ৫ কিলোমিটার, পার্কসার্কাস থেকে কলকাতা মেডিক্যাল কলেজ। তার জন্য ভাড়া চাওয়া হল ৯০০০ টাকা, দিতে না পাড়ায় মাঝ রাস্তায় অক্সিজেনের নল খুলে নামিয়ে দেওয়া হল শিশুদের। খোদ শহর কলকাতায় বাড়ছে অ্যাম্বুলেন্স (ambulance) দৌরাত্ম্যের ছবি ধরা পড়ল গতকাল।

PicsArt 07 26 02.49.49

জানা যাচ্ছে, স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে এক শিশু ভর্তি হয়েছিল পার্কসার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। পর পর দুবার করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার পর তৃতীয় পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে। তাকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তীব্র জ্বর নিয়ে ভর্তি হওয়া আরেক বছর নয়ের শিশুর শরীরেও ধরা পড়ে করোনা সংক্রমণ।

ঐ দুই শিশুর পরিবারের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চাওয়া হয় ৯০০০ টাকা। দিতে না পাড়ায় মাঝপথেই তাদের নামিয়ে দেওয়া হয়৷ পরে এক চিকিৎসকের সহযোগিতায় তারা হাসপাতালে পৌঁছে যায়৷ জানা গিয়েছে তারা দুজনেই এখন বিপদ মুক্ত। তবে শহর কলকাতায় করোনা কালে অ্যাম্বুলেন্স এর এই অমানবিকতা নিয়ে প্রশ্ন থাকছে।

তবে শুধু শহর কলকাতা নয়, দেশজুড়ে ছবিটা এমনই। বাণিজ্য নগরী মুম্বাইয়ে করোনা রোগীদের কাছ থেকে ১০-১৫ কিলোমিটারের জন্য ৩০,০০০ টাকা চার্জ করছে অ্যাম্বুলেন্স চালকরা, এমনটাই অভিযোগ। অর্থাৎ এক কিলোমিটারের জন্য করোনার রোগীদের কাছ থেকে তিন হাজার টাকা আদায় করা হয়েছিল।

এই অভিযোগের পরে, মহারাষ্ট্র সরকার এই ইস্যুতে হস্তক্ষেপ করে। কিন্তু তারপরেও সুরাহা হয় নি জুনের শেষে, পুনেতে কোভিড -১৯ রোগীর সাত কিলোমিটারের জন্য আট হাজার টাকা ভাড়া নেওয়া হয়।

অন্যদিকে, বেঙ্গালুরুতে একজন ব্যক্তি তার 54 বছরের বৃদ্ধা মাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করতে অ্যাম্বুলেন্সের জন্য 15,000 টাকা দিতে বাধ্য হন, দূরত্ব ছিল ছয় কিলোমিটারেরও কম ছিল।

সম্পর্কিত খবর