ফেল করা ৬০৯ জনকে চাকরি! SSC দুর্নীতির রিপোর্টে সরাসরি নাম জড়ালো পার্থ চট্টোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলায় এবার সামনে এল বড়সড় তথ্য। নিয়োগ হওয়া ৬০৯ জন পাশই করেননি পরীক্ষায়, এবার এহেন চাঞ্চল্যকর রিপোর্টই পেশ করল তদন্ত কমিটি। তদন্তকারীদের দাবি, ফেল করা সত্ত্বেও ওই ৬০৯ জনের র‍্যাঙ্ক পরিবর্তন করে তাঁদের চাকরি দেওয়া হয়েছে। আর এবার এই মামলায় সরাসরিই নাম জড়ালো পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর গঠন করা সুপারিশ কমিটিই অবৈধ। এই কথাও রিপোর্টে জানালেন তদন্তকারীরা।

সোমবার ভরা এজলাসেই প্রভাবশালী ব্যাক্তিদের নাম ধরে ধরে পড়া হয় রিপোর্টটি। সেই সময় আদালতে উপস্থিত ছিলেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। সেই সময় আদালতে রিপোর্টটি পেশ করে আর কে বাগের নেতৃত্ব গঠিত তদন্ত কমিটি। রিপোর্টটতে বলা হয় গ্রুপ ডির ক্ষেত্রে ৬০৯ জনের নিয়োগই সম্পুর্ণ ভুয়ো ছিল। কমিটির দাবি, ২০১৯ সালের ১ নভেম্বর তৈরি হয় সুপারিশ কমিটি। ৬০৯ জনের এই প্যানেল তৈরির পিছনে হাত তাদেরই। এদিনের রিপোর্টে উঠে এসেছে একাধিক প্রভাবশালী নামও। সেই তালিকায় রয়েছে শর্মিলা মিত্র, সুবিলেশ ভট্টাচার্য, মহুয়া মৈত্র, অভিজিৎ চট্টোপাধ্যায় প্রভৃতি নাম। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে তাঁদের বিরুদ্ধে।

প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে অভিযোগ যেন অন্তহীন। সমরজিৎ আচার্য এবং শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে আদালতের অভিযোগ, ভুয়ো সুপারিশ পত্র থেকে শুরু করে ভুয়ো নথি সবই তৈরি করেছেন এক দুজন। ফলে তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেই আদালত সূত্রে খবর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ বরাবরই বলে আসছিল যে ঘটনার মূল কালপ্রিট শান্তিপ্রসাদই। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার হন শান্তিপ্রসাদ সিনহা। এবার প্রয়োজন হলে সিবিআই তাঁকে জেলেও পুরতে পারে বলে সাফ জানালেন বিচারপতি। কাঠগড়ায় দাঁড়ানো বাকি আধিকারিকদের বক্তব্যেও যে অগণিত অসঙ্গতি রয়েছে তারও প্রমাণ দিয়েছে এদিনের এই রিপোর্ট।

এতদিন পর্যন্ত মামলায় নাম না জড়ালেও এবার নাম জড়ালো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়য়ের। নিয়োগের আগে তৈরি হওয়া সুপারিশ কমিটি তাঁর নির্দেশেই তৈরি হয়েছিল বলে অভিযোগ। এই সুপারিশ কমিটির পুরো বিষয়টিকেই বেআইনি বলে দাবি আদালতের। আদালত এও জানিয়েছে যে এভাবে কোনও মতেই সুপারিশ কমিটি গঠন করা যায় না।

উল্লেখ্য, এই মামলায় রেশ টেনে দিনকয়েক ধরে পার্থ-কুণাল চাপানউতোরে সরগরম রাজ্য রাজনীতি। এবার ‘এই ব্যাপারে বিস্তারিত বুঝিয়ে বলতে পারেন কি না পার্থ, সেটাই দেখার।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর