বাংলাহান্ট ডেস্কঃ বন্যাত্রাণে বিপুল টাকার দুর্নীতির তদন্তের দায়িত্ব ক্যাগ-র (CAG) উপর দিল কলকাতা হাইকোর্ট। মালদহ (malda) ও মুর্শিদাবাদের (murshidabad) এই দুর্নীতির তদন্তে, রাজ্য সরকারকে সবরকম সাহায্য করতে হবে ক্যাগকে। সেইসঙ্গে আগামী ১৪ ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ।
মঙ্গলবার ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, রাজ্য সরকারের এই দুর্নীতির তদন্ত করা হবে এবং তার উপর নজর রাখবে কেন্দ্র সরকার। আর রাজ্য সরকার এই বিষয়ে সম্পূর্ণ সাহায্য করবে কেন্দ্রকে। সেইসঙ্গে ত্রাণ ইস্যুতে কত টাকা বরাদ্দ হয়েছিল, কত খরচ হয়েছে- সব হিসেব দিতে হবে।
বিষয়টা হল, মালদহ ও মুর্শিদাবাদ জেলায় ২০১৭ সালের বন্যায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছিল। তারপর ত্রাণ স্বরূপ প্রতিটি পরিবারের জন্য ৭০ হাজার টাকা করে এসেছিল কেন্দ্র থেকে। কিন্তু অভিযোগ উঠেছিল, এই ত্রাণের টাকা কেউ কেউ পাননি, আবার অনেকের অ্যাকাউন্টে একাধিকবার এসেছে।
এমন অভিযোগ পেয়ে এই ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছিল স্থানীয় প্রশাসন। পরবর্তীতে এই বিষয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। সেইসময় চাপে পড়ে প্রশাসন জানায়, কিছু সমস্যার কারণে কিছু মানুষ টাকা পাননি এবং কিছু মানুষের অ্যাকাউন্টে একাধিকবার ত্রাণের টাকা চলে গিয়েছে।
তবে সবটাই রাজ্য সরকার দেখছে বলে জানানো হয়েছিল। এইসঙ্গে জানানো হয়েছিল, অনেকে সেই অতিরিক্ত অর্থ ফেরতও দিয়েছে। আর বাকিটা রাজ্য সরকার দেখছে। তবে সেই কথায় আমল না দিয়ে এবার এই দুর্নীতির তদন্ত ভার ক্যাগ-র উপর দিল কলকাতা হাইকোর্ট।