বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সেই নেতাদের মধ্যে একজন যিনি কোনও না কোনও কারণে সংবাদের শিরোনামে থাকেন। এবং তিনি বর্তমানে রাজ্য স্তরের মধ্যেই সীমাবদ্ধ নন, তিনি এখন জাতীয় স্তরেও নিজের ক্ষমতা মজবুত করার কাজ করে চলেছেন। সাম্প্রতিক কথা বললে, ওনার বিরুদ্ধে জাতীয় প্রতীক অবমাননার অভিযোগ উঠেছে। এর এই বিষয়ে মুম্বই হাইকোর্টকেও অনেক বেশি কঠোর অবস্থান করতে দেখা যাচ্ছে।
পুরো বিষয়টি গত বছরের ডিসেম্বর মাসের। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় জনতা পার্টির এক কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছেন। মামলাকারীর মতে, মমতা মহারাষ্ট্রের সফরের সময় জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন। আর সেই অভিযোগের পর আদালতে মামলার শুনানি হয়েছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফরে ওনার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছিল। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী সেদিন জাতীয় সঙ্গীতের কিছুটা চেয়ারে বসেই গান। এরপর তিনি দাঁড়িয়ে পড়েন। এমনকি ওনার বিরুদ্ধে মাঝপথে জাতীয় সঙ্গীত বন্ধ করে দেওয়ারও অভিযোগ উঠেছিল। বিজেপির তরফ থেকে একেরপর এক ভিডিও পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাতে নেওয়া হয়েছিল।
এরপর বিজেপির এক নেতা মহারাষ্ট্রের পুলিশ থানায় সেই নিয়ে অভিযোগও করেন। পাশাপাশি মুম্বই আদালতেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। আর সেই মামলার শুনানিতে মুম্বই হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ২ মার্চ আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। যদিও, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে আশা করা হচ্ছে যে, আগামী দিনে সাংবিধানিক পদের মর্যাদা রাখতে তিনি কোনও সাফাই দেবেন।