বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটকে (Panchayat Vote) কেন্দ্র করে হাজারো কাণ্ড। হিংসা, অশান্তি, হানাহানি আরও কত কি। ভোটের ফলাফল বেরিয়ে গেলেও এখনও নানা জায়গা থেকে উঠে আসছে অশান্তির ঘটনা। নিত্যদিন আদালতে দায়ের হচ্ছে পঞ্চায়েত মামলা। এরই মধ্যে নন্দীগ্রামে (Nandigram) পুলিশি অতিসক্রিয়তা! পঞ্চায়েতে জয়লাভ করেও বোর্ড গঠনে বাধা! এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বড় স্বস্তি পেল গেরুয়া শিবির (BJP)।
প্রসঙ্গত, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য ঘিরে ঘটনার সূত্রপাত। আর সেই জল গিয়ে পৌঁছয় আদালত পর্যন্ত। অভিযোগ, নন্দীগ্রামের একটি জনসভা থেকে অভিষেকখোলামেলা হুঁশিয়ারি দেন, বিজেপি প্রার্থীদের জন্যই এলাকায় অশান্তি হচ্ছে। বিজেপির অভিযোগ সাংসদের এই মন্তব্যের পরই অতিসক্রিয় হয়ে ওঠে রাজ্য পুলিশ৷ লাগাতার বিজয়ী প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে৷
বিজেপি আরও অভিযোগ পুলিশি অত্যাচারের কারণে জয়ের পরও বোর্ড গঠন করা যাচ্ছে না৷ এরপরই আদালতের দ্বারস্থ হয় বিজেপির সাত প্রার্থী৷ অভিযোগে করা হয়, বিজেপির জয়ী প্রার্থীদের পুরনো মামলায় ডেকে বোর্ড গঠন করতে বাধা দিচ্ছে পুলিশ৷
আজ সেই মামলার শুনানিতে বিজেপির প্রার্থীদের রক্ষাকবচ দেওয়ার আবেদনে সাড়া দেয় হাইকোর্ট। বিচারপতির জয় সেনগুপ্তর নির্দেশ পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের ১৬ অগাস্ট পর্যন্ত কোনও গ্রেফতার করা যাবে না৷ আদালতের রায়ে আপাতত স্বস্তিতে গেরুয়া শিবির।