বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, বেশ কয়েকদিন ধরে বাংলার বুকে একের পর এক ধর্ষণের ঘটনা সামনে এসেছে। হাঁসখালি থেকে নামখানা কিংবা মাটিয়া থেকে বোলপুরের মত এলাকায় পরপর নারী নির্যাতন থেকে যৌন হেনস্থা কাণ্ডে কোণঠাসা হয়ে পড়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট এদিন এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে।
হাইকোর্টের প্রধান বিচারপতি এদিন বলেন, রাজ্যের চারটি ধর্ষণের মামলার তদন্ত আদালতের নজরদারিতে চলবে। হাইকোর্টে তরফ থেকে এদিন বলা হয়, হাইকোর্টের তদারকিতে বিশেষ টিম গঠন করে তদন্ত চালানো হবে এবং সেই বিশেষ তদন্ত দলের নেত্রী হিসেবে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে এদিন বেছে নেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
এদিন মাটিয়া এবং মালদহের ইংরেজবাজার ধর্ষণ কাণ্ডের রায় দিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত, মাটিয়া কাণ্ডে মামলাকারীরা আদালতের কাছে আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্ত চালানোর জন্য দাবি করেন। তাদের সেই আর্তির মঞ্জুরি দিয়ে শুনানি চলাকালীন বিচারপতি বলেন যে, হাইকোর্ট থেকে একটি বিশেষ দল গঠন করা হবে যে দলের সদস্যরা রাজ্যের ধর্ষণ মামলার তদন্ত করবে। পরবর্তীতে, এই দলের নেতৃত্ব দেওয়ার ব্যাপারে দময়ন্তী সেনকেই বেছে নেন তারা এবং আগামী 20 শে এপ্রিল এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি।
এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, ”আমরা প্রতিটি ঘটনার দিকে আলাদা করে নজর রেখে চলেছি। যদি কোন ঘটনায় আলাদা কোনো এজেন্সি বা কোনো বিচারপতির নেতৃত্বে তদন্তের প্রয়োজন হয়, সেটা দেখা হবে।” রাজ্যে একের পর এক একই ধরণের ঘটনা ঘটার প্রসঙ্গে তিনি এদিন প্রশ্ন ছুঁড়ে দেন, “রাজ্যের পরিকাঠামো থাকার পরেও কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে?”