বাংলা হান্ট ডেস্কঃ গত ২ ও ৩ তারিখ রাজধানীতে কর্মসূচী ছিল তৃণমূলের। দিল্লিতে দুদিন তৃণমূলের ধর্নার পর কলকাতায় ফিরে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। আর সেখানেই ক্ষোভে ফেটে পড়েন। সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, ‘ইডির তলবের বিষয়টি আদালতে বিচারাধীন। সেসব নিয়ে কিছু বলবো না। আমি ইডিকে কী জবাব দেব সেটা সংবাদমাধ্যমে বলব না।’
অন্যদিকে, ইডি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Abhishek Banerjee) একজোটে নিশানা করে অভিষেক বলেন, ‘ইডিকে আমি যা লিখে পাঠাচ্ছি, সেটা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) টুইট করছেন। আমার আর তদন্তকারী সংস্থার মধ্যে কী চিঠি বিনিময় হয়েছে সেটা শুভেন্দু জানাচ্ছেন। এর একটা CBI বা ED তদন্ত হোক।” এই বিষয়ে আগামী দিন সুপ্রিম কোর্টে যাবেন বলেও মন্তব্য করেছেন অভিষেক। এবার এই প্রসঙ্গই উঠল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে।
গতকাল অভিষেক মামলার শুনানি ছিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। সেখানেই অভিষেকের আইনজীবী জিষ্ণু সাহা আদালতকে বলেন, ‘‘ইডিকে অভিষেক যে সমস্ত নথি দিয়েছিলেন, সেই সব নথি বাংলার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন। ইডিকে দেওয়া নথি তাদের কাছে কিভাবে পৌঁছে যাচ্ছে?’’
আরও পড়ুন: টানা ২০ ঘণ্টা তল্লাশি! খাদ্যমন্ত্রীর বাড়ি থেকে কী কী নিয়ে বেড়োলো ED? জানলে ‘থ’ হবেন
এরপরই কড়া প্রতিক্রিয়া দিয়ে বিচারপতি বলেন, ‘‘এটা হওয়া উচিত নয়। যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে তা অত্যন্ত খারাপ। কোর্ট ছাড়া বাইরে যাতে ওই তথ্য প্রকাশ না হয়, তা দেখা ইডির দায়িত্ব। যে কোনও ব্যক্তির তথ্য নিজেদের কাছে গোপন রাখা ইডির দায়িত্ব।’’
যদিও আদালতে অভিষেকের আইনজীবীর তোলা অভিযোগের প্রেক্ষিতে ইডি জানায়,” ইডির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য, মিথ্যে। আমরা কাউকে কোনও তথ্য দিইনি।”
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’