বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) অফিস ভাঙার কাজ শেষ হওয়ার পর হাইকোর্ট (high court) রায় দিল অবিলম্বে বন্ধ করতে হবে অভিনেত্রীর অফিস ভাঙার কাজ। ওদিকে ততক্ষণে কঙ্গনার অফিস ধূলিসাৎ করে দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা (BMC)। দুপুর একটার সময়েই কাজ শেষ করে অভিনেত্রীর অফিস থেকে বেরিয়ে যান বিএমসি আধিকারিকরা।
বিএমসির তরফে কঙ্গনার অফিস ভাঙা নিয়ে হাইকোর্টে আপিল করেন কঙ্গনার আইনজীবী। বেলা ১২:৩০টা নাগাদ হওয়ার কথা ছিল সেই মামলার শুনানি। হাইকোর্ট বিএমসিকে নির্দেশ দেয় কঙ্গনার সম্পত্তি ভাঙার কাজ বন্ধ করতে। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে।
কঙ্গনার আইনজীবী সংবাদ সংস্থা PTI কে জানান, আজ বিকেল ৩টের মধ্যে অভিনেত্রীর দাখিল করা পিটিশনের জবাব দিতে বলা হয়েছে বিএমসিকে। সকালে পিটিশন দাখিল করার সময় অফিস ভাঙার কাজে অন্তর্বর্তী কালীন স্থগিতাদেশ দাবি করা হয়েছিল।
Bombay High Court stays BMC's demolition at Kangana Ranaut's property, asks the civic body to file reply on actor's petition pic.twitter.com/VaoeBSOnay
— ANI (@ANI) September 9, 2020
হিমাচল প্রদেশ থেকে ইতিমধ্যেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন কঙ্গনা। আর কিছুক্ষণের মধ্যেই মুম্বইয়ের মাটি ছোঁবেন তিনি। মোহালি বিমানবন্দরে কড়া নিরাপত্তার বলয়ের মধ্যে দেখা গিয়েছে তাঁকে ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলকে।
Bombay Hight Court asks BMC to stop demolition work at Kangana Ranaut's bungalow in Mumbai
— Press Trust of India (@PTI_News) September 9, 2020
টুইটারে সকাল থেকেই ট্রেন্ড করছেন কঙ্গনা। আজই মুম্বই ফিরছেন তিনি। পাশাপাশি অভিনেত্রীর অফিস ভাঙার কাজ শুরু হওয়ায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন তাঁর। টুইটারে কঙ্গনার সমর্থনে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।
সোমবার বৃহন্মুম্বই পুরসভার বিরুদ্ধে তোপ দাগতেই মঙ্গলবার অভিনেত্রীর অফিসে কাজ বন্ধ করার নোটিশ টাঙালো বিএমসি। অফিস নির্মাণে বেআইনি ভাবে কাঠামো তৈরির অভিযোগ আনা হয়েছে বিএমসির তরফে।
গতকাল সোমবার একটি টুইট করে কঙ্গনা জানান, অবৈধ ভাবে তৈরির অভিযোগ এনে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে তাঁর অফিস। বিনা নোটিশেই এই কাজ করা হচ্ছে বলে জানান তিনি। রাত পোহাতেই কঙ্গনার অফিসে কাজ বন্ধ করার নোটিশ ঝোলালো বিএমসি। মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের আওতায় ৩৫৪/এ সেকশনে একটি তিন পাতার নোটিশ ঝোলানো হয় কঙ্গনার অফিসে।
২৪ ঘন্টার মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নতুবা বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। সেই জবাবও দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু তা পছন্দ হয়নি বিএমসির। একটি টুইটে কঙ্গনা লেখেন, ‘আমার বন্ধুদের সমালোচনার জন্য বিএমসি আজ কোনো বুলডোজার নিয়ে আসেনি বরং তারা একটি নোটিশ ঝুলিয়ে দিয়ে গিয়েছে আমার অফিসে লিকেজের কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে। আমি অনেক ঝুঁকি নিয়েছি কিন্তু আপনাদের থেকে অনেক ভালবাসা ও সমর্থন পেয়েছি।’
সোমবার একটি ভিডিও টুইট করে কঙ্গনা লেখেন, ‘এটা মণিকর্ণিকা ফিল্মের অফিস। ১৫ বছর ধরে পরিশ্রম করে এই অফিস তৈরি করেছি আমি। আমি চেয়েছিলাম কোনোদিন ছবির পরিচালক হতে পারলে যেন নিজের অফিস থাকে। কিন্তু সেই স্বপ্ন এখন ভেঙে যাওয়ার পথে। কারন হঠাতই বিএমসির কয়েকজন অফিসার আমার অফিসে হামলা করেছেন।’