বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ‘ভণ্ড’ বলার জের! জনৈক আইনজীবীকে শোকজ করল কলকাতা হাইকোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুকথা, বিতর্কিত মন্তব্যের জের। সমালোচনা করে পোস্ট! জনৈক আইনজীবী মুকুল বিশ্বাসকে শোকজ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সোমবার ওই আইনজীবীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা রুজু করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আদালতের নির্দেশ, একজন বিচারপতিকে সোশ্যাল মিডিয়ায় সম্মানহানি করার দায়ে আইনজীবী বিশ্বাসের বিরুদ্ধে কেন আদালত অবমাননা মামলার রুল ইস্যু হবে না, তার জবাব দিতে হবে ওই আইনজীবীকে। ১ মে-র মধ্যে লিখিত আকারে শোকজের উত্তর দিতে জানাতে। আদালত সূত্রে খবর, ২৩ এপ্রিল ফেসবুকে বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত পোস্ট করেন ওই।

   

বিতর্কিত পোস্ট করে আইনজীবী মুকুল বিশ্বাস লেখেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সম্প্রতি কয়েকটি ঘটনাপ্রবাহের ছবি দেখে এবং একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে বাধ্য হচ্ছি, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ভণ্ড।”

justice ganguly

তিনি আরও বলেন, “অরুণাভ ঘোষ যখন ওনার বিরোধিতা করে আসছিলেন, তখন অরুণাভ ঘোষের ওপর ভীষণ রাগ হয়েছিল। কিন্তু, সাম্প্রতিক অভিজ্ঞতার পর আমার উক্ত ধারণা হয়েছে। আমার ধারণা, উক্ত বিচারপতি অবসর নেওয়ার পর কোনও দলের রাজ্যসভার সাংসদ বা কোনও রাজ্যের রাজ্যপাল মনোনীত হবেন।”

এই মন্তব্যের পরই সোমবার তাকে ডেকে পাঠান বিচারপতি। আদালতে ওই আইনজীবী জানান, সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায় একটি বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি বেছে বেছে বিশেষ ব্র্যান্ডের সংবাদমাধ্যমে কেন যাচ্ছেন? কুণাল ঘোষ সারদা মামলায় জেল খাটা আসামি। তার সঙ্গে বিচারপতি হাত মেলান কিভাবে? সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে। মঞ্চ ভাগ করেন কিভাবে। এসব নিয়েই আপত্তি জানান আইনজীবী। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতির জানান, তিনি কোন অনুষ্ঠানে যাবেন সেসব একান্তই তার নিজের বিষয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর