বাংলা hunt ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গাড়ি প্রীতির কথা নতুন কিছু নয়, তার ব্যক্তিগত সংগ্রহে আছে একাধিক দামি গাড়ি।তার সংগ্রহের দিকে নজর দিলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য, কি নেয় সেই তালিকায়।
মার্সিডিজ সি ক্লাস স্পোর্টস কপ, আ্যাস্টন মার্টিন ডি বি ৯, বেন্টলে কন্টিনেন্টাল এর মতো গাড়ি শোভা পায় তার গ্যারেজে।এইবার সেই তালিকায় ঢুকে পড়লো বিশ্বের সবচেয়ে দামী গাড়ি। ” বুগাটি লা ভয়চার নর ” , জেনেভা মোটর শোতে প্রথম বারের মতো এই গাড়ি প্রকাশ্যে আনে এই প্রস্তুত কারক সংস্থা।প্রসঙ্গত, ১৯৩৬ থেকে ১৯৩৮ সালের মধ্যে তৈরী বুগাটির একটি গাড়ির মডেলের অনুকরনে তৈরি এই গাড়ির ভারতীয় মুদ্রায় দাম ৭৫ কোটি!
যা বর্তমানে শোভা পেতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গ্যারেজে ।