চড়া দামে বিক্রি মাস্ক এবং স্যানিটাইজার, অভিযান চালালো ব়্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন

করোনা ভাইরাসের (Corona virus) আতঙ্কে বিশ্ব আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। সমগ্র বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। প্রায় ১০০ এরও বেশি দেশে এই মারণরোগ ছড়িয়ে পড়েছে। এবং আক্রান্তের সংখ্যা ১০ লক্ষরেও বেশি মানুষ।

ভারতে (India) এখনও অবধি প্রায় ৭০ জন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। ভারতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এই রোগ। কেন্দ্র সরকারও এই রোগ প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে।এই মারণ রোগের হাত থেকে মুক্তি পাবার জন্য বিদেশের ভিসা বাতিল করে দেয় কেন্দ্র সরকার। বর্তমানে দিল্লীতে (Delhi) আগামী ৩১ শে মার্চ অবধি সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিধান্ত নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার।CORONAকরোনার (corona) আতঙ্ক সারাবিশ্বকে যেন গ্রাস করেছে।  করোনা ভাইরাস নিযে আতঙ্কের সুযোগে মাস্ক ও স্যানিটাইজার জমিয়ে রেখে একটা নকল সঙ্কট তৈরি করা হয়েছিলো।  আর দাম বাড়িয়ে কিছু কিছু জায়গায় এই মাস্ক বিক্রি করা হচ্ছিলো। আর কিছু কিছু এলাকায় অভিযান চালিয়ে ছিল ব়্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন । আর সেখান থেকে এতো স্যানিটাইজার আর মাস্ক মেলে। আর স্বাস্থ্য দপ্তরের যৌথ অভিযানের ফলে ধৃত ১১টি ওষুধের দোকানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।পরিস্থিতিতে দেশের মিডিয়াগুলোকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে।

আর ইতিমধ্যেই করোনা ভাইরাসকে মহামারী হিসেবে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।আর এই মহামারীটির কারণে ইতিমধ্যেই অনেক লোক মারা গেছে। অনেক লোক ভাইরাসের কবলে পড়ে জীবন এবং মৃত্যুর সাথে লড়াই করছে।চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি, জাপানের অনেক নাগরিক রয়েছেন, তাদের ভারত আসার জন্য ভিসার আবেদন করেছিলেন এবং যারা পরবর্তীকালে ভারত আসতে চলেছেন তাদের সকলেরই ভিসা বাতিল করা হয়েছে। একমাত্র এই নির্দেশিকা কার্যকর হবে না দেশের কূটনৈতিক, রাষ্ট্রসঙ্ঘের অধিকারিক, ওআইসি কার্ড ধারী ও এয়ার ক্রুদের ক্ষেত্রে।ইটালিতে ইতিমধ্যেই অনেক মানুষ করোনায় আক্রান্ত।

 


সম্পর্কিত খবর