মাত্র ৩০১ টাকায় ১০ টি ফোনে চলবে হাই স্পিড ইন্টারনেট! বাজারে ঝড় তুলছে Airtel-এর Wi-Fi ডিভাইস

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন (Smartphone) সকলেই ব্যবহার করেন। তার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট (Internet) ব্যবহারকারীর সংখ্যাও। এদিকে, স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে প্রতিটি ফোনের জন্যই করতে হয় রিচার্জ। এমতাবস্থায়, যদি কোনো পরিবারে ১০ জন স্মার্টফোন ব্যবহার করে থাকেন এবং মাসিক রিচার্জের পরিমাণ যদি ২৫০ টাকা হয় সেক্ষেত্রে ১ মাসের জন্য খরচ হবে ২,৫০০ টাকা।

কিন্তু, আপনি এবার এই খরচই কমিয়ে ৩০১ টাকা থেকে ১,০০০ টাকার মধ্যে রাখতে পারেন। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। এর জন্য আপনাকে বাড়িতে Airtel-এর Wi-Fi ডিভাইস ইনস্টল করতে হবে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

High speed internet will run on 10 phones for just 301 rupees.

Airtel-এর Wi-Fi ডিভাইসের দাম: প্রথমেই জানিয়ে রাখি যে, আমরা Airtel-এর যে ডিভাইসটির প্রসঙ্গ উপস্থাপিত করছি সেটি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ Airtel DigitalTV E5573Cs-609 হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এটি একটি ওয়ারলেস হটস্পট সিঙ্গেল ব্যান্ড ওয়াই-ফাই ডিভাইস। যেটির দাম হল ২,৭৯৯ টাকা।

আরও পড়ুন: কেন সবসময় কালো পাগড়ি পরতেন রাইসি? বেশ রোমাঞ্চক কাহিনীটি

যদিও, ব্যাঙ্ক ডিসকাউন্ট অফারের মাধ্যমে এই ডিভাইসটি ২,০০০ টাকা ছাড়ের পরে ৭৯৯ টাকায় কেনা যাবে। এটি হল ওয়ান টাইম ইনভেস্টমেন্ট প্ল্যান। এই ডিভাইসে ১ বছরের ওয়ারেন্টিও পাওয়া যায়। ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট টিভি এবং স্মার্টফোন এই ডিভাইসের সাথে সংযুক্ত করা যাবে। উল্লেখ্য যে, এটি একটি 4G Wi-Fi ডিভাইস। যেটিতে আপনি ৬ ঘন্টার ব্যাটারি লাইফ পাবেন।

আরও পড়ুন: অবশেষে মিটল “দূরত্ব”! ঈশান এবং শ্রেয়াসকে দ্বিতীয় সুযোগ দিল BCCI, “স্পেশাল” তালিকায় হলেন সামিল

ডেটা প্যাক রিচার্জ করতে হবে: Airtel-এর এই Wi-Fi ডিভাইসটির সাথে আপনাকে একটি ডেটা প্যাক নিতে হবে। যেটি Airtel-এর ওয়েবসাইট থেকে রিচার্জ করা যাবে। আমরা যদি ডেটা প্যাকগুলির কথা বলি, সেক্ষেত্রে Airtel-এর এই ডেটা প্যাকগুলি একাধিক প্রাইস পয়েন্টের সাথে উপলব্ধ হয়। তবে, ৫০ GB ডেটার জন্য আপনাকে ৩০১ টাকা রিচার্জ করতে হবে। একইভাবে, আপনি ১৪৮ টাকায় ১৫ GB ডেটা প্ল্যান পেতে পারেন। এছাড়াও, আপনি ১২৯ টাকায় ১২ GB ডেটা প্ল্যান পেতে সক্ষম হবেন।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর