বাংলা হান্ট ডেস্কঃ প্রতিদিন করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মধ্যে একটি স্বস্তির খবর এসেছে। একটি নতুন গবেষণা অনুযায়ী, তাপমাত্রা বৃদ্ধি হলেই করোনার প্রভাব কম হতে পারে। চীনের দুটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বারা সেখানকার গরম শহরে গবেষণার পর জানা গেছে যে, বেশি গরম পড়লে করোনা ভাইরাসকে খতম না করা গেলেও এটিকে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া থেকে আটকানো যেতে পারে।
রিপোর্ট অনুযায়ী, ১০০ টি চীনের শহরে তাপমাত্রা বাড়ার পরেই করোনায় আক্রান্তের সংখ্যা ২.৫ শতাংশ থেকে কমে ১.৫ শতাংশ হয়ে গেছে। ডিসেম্বর মাস থেকে এই ভাইরাস চীন থেকে ছড়িয়ে গোটা বিশ্বে ৩ লক্ষ ৫০ হাজারের বেশি মানুষকে প্রভাবিত করেছে।
ফেব্রুয়ারি মাসে চিনে এই মহামারী চরম সীমায় পৌঁছে গেছিল আর একদিনে ১৫ হাজার মামলা দায়ের করা হয়েছে। আর এখন গরম পড়ার সাথে সাথে সেখানে করোনার প্রকোপ কমছে।
চীনের বুহান শহরে যেখান থেকে এই ভাইরাস ছড়ানো শুরু হয়, সেখানে এখন নতুন করে কোন মামলা সামনে আসছে না। করোনা নিয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও গরমের দিনে স্বস্তি পাওয়া যাবে বলে জানিয়েছেন।