নন্দীগ্রামে জয়ী বাংলার মেয়ে! ১২০০ ভোটে শুভেন্দুকে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ একুশের প্রেস্টিজ ফাইটের ভোট গণনার শুরুটা হয়েছিল কাঁটার টক্কর দিয়ে। তবে সমস্ত ছক ভেঙে পোস্টাল ব্যালটের প্রাথমিক ট্রেন্ডে তৃণমূলের এগিয়ে থাকার প্রবণতা শুরু থেকেই দেখা গিয়েছিল। বেলা গড়াতেই এগিয়ে থাকার নিরিখে ব্যবধান আরও বাড়াতে থাকে শাসকদলের। দুপুর ১২টা বাজতেই এবারের ভোটে কাঙ্খিত লক্ষ্য মাত্রা ছুঁয়ে ফেলল মমতা সরকার।

শেষ পাওয়া আপডেটে দেখা যাচ্ছে, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গড়া তো দূর কি বাত। প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী সত্যি করে ১০০-র গণ্ডি পেরোতে পারল না বিজেপি। তবে এবারের নির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে হচ্ছে প্রত্যাশিত লড়াই। কাটার টক্কর দিচ্ছেন দিচ্ছেন তৃণমূল-বিজেপি। একুশের মহারণের অন্যতম কেন্দ্র নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং প্রধান বিরোধী দল বিজেপির প্রার্থী একদা মমতার সেনাপতি তথা দলবদলু শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Mamata Banerjee called an emergency meeting with tmc candidates

শেষ পাওয়া আপডেট পর্যন্ত ওই হাইভোল্টেজ কেন্দ্রে (Nandigram) ৬ ভোটে পিছিয়ে মুখ্যমন্ত্রী মমতা। বাকি রয়েছে আর মাত্র একটি রাউন্ড। একবার এগোচ্ছেন মমতা , আর একবার শুভেন্দু। এহেন সাপ-লুডোর খেলায় ফলত নন্দীগ্রাম কেন্দ্রের লড়াই হয়ে উঠেছে জমজমাট।

সপ্তদশ পর্বের ভোট গণনা শুরুতেই নন্দীগ্রামে ফের এগিয়ে গেলেন মমতা। ৮২০ ভোটে ফের শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে দিলেন তিনি।

শুভেন্দুকে হারিয়ে ১২০০ ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

সম্পর্কিত খবর