বাংলা হান্ট ডেস্ক: গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) আর মাত্র চার দিন বাকি। এই পরিস্থিতিতে গত বছরের মতো এবারও মূর্তি স্থাপন নিয়ে বিতর্ক শুরু হয়েছে কর্নাটকের (Karnataka) হুবলির ইদগাহ মাঠে (Idgah Maidan)। হিন্দু ধর্মাবলম্বীরা হুগলির বিতর্কিত ইদগাহ ময়দানে গণেশ মূর্তি স্থাপনের অনুমতির জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে। অন্যদিকে, আঞ্জুমান-ই-ইসলামের তরফে ইদগাহ মাঠে গণেশ চতুর্থী উদযাপন নিষিদ্ধ করার দাবিতে কর্নাটক হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। কিন্তু সেই দাবি খারিজ করেছে আদালত। এদিকে, সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ইদগাহ মাঠে গণেশ মূর্তি স্থাপনের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত মিউনিসিপাল কর্পোরেশনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এদিকে হিন্দুপন্থী (Hindu) সংগঠনগুলি ইতিমধ্যে প্রতিবাদে নেমেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গত বছরের মতো সেখানে গণেশ চতুর্থী উদযাপনের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছে। মিউনিসিপাল অফিসের বাইরেও তারা ধর্না দিয়েছেন। বিজেপি বিধায়ক (BJP MLA) অরবিন্দ বেল্লাদ বলেছেন, ‘অনুমতি না দিলেও সেখানে মূর্তি স্থাপন হবে। কমিশনার আমাদের এখনও পর্যন্ত অনুমতি দেননি। আমাদের লক্ষ্য কমিশনের উপর চাপ সৃষ্টি করা। আমরা চাই সরকার আমাদের অনুভূতি বুঝুক। আমরা রাতভর এই প্রতিবাদ চালিয়ে যাব। অনুমতি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।’
এই গণেশ চতুর্থী নিয়ে এক্স অ্যাকাউন্টে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী (Prahlad Joshi) জানান, ‘এবার জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকার অনুমতি না দিয়ে উৎসবে বাধা সৃষ্টি করছে। আমি রাজ্য সরকারকে অবিলম্বে জেলা প্রশাসনকে অবহিত করার এবং পবিত্র উৎসব পরিচালনা করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।’
উল্লেখ্য, গত বছরও ইদগাহ ময়দানে গণেশের মূর্তি স্থাপন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। যার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে গণেশ চতুর্থী পালিত হয়। কিন্তু এবারেও সেই নিয়ে জটিলতার সৃষ্টি হল।