ভারতের চেয়েও সস্তায় পড়াশুনা করুন বিদেশে!উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ৫ দেশ হবে সেরা অপশন

বাংলাহান্ট ডেস্ক : অনেকেরই স্বপ্ন থাকে বিদেশে (Foreign) পড়াশোনা করার। তবে খরচের কারণে অনেকেরই সেই স্বপ্ন অধরাই থেকে যায়। কম খরচে যদি বিদেশে পড়াশুনা করার ইচ্ছা থাকে থাকলে চট করে পড়ে ফেলুন আজকের প্রতিবেদন। বিদেশের (Foreign) প্রতিষ্ঠানে পড়াশুনা করলে সম্মান যেমন বাড়ে, তেমনই বিদেশের কলেজ-ইউনিভার্সিটির মার্কশিটের গ্রহণযোগ্যতাও বেশি। উচ্চ মাধ্যমিকের পর যদি উচ্চ শিক্ষার (Higher Education) জন্য বিদেশে (Foreign) পড়তে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে আপনার জন্য রইল তেমনই ৫টি দেশের সন্ধান যেখানে অপেক্ষাকৃত কম খরচে আপনি পূরণ করতে পারবে আপনার উচ্চ শিক্ষার স্বপ্ন।

বিদেশে (Foreign) উচ্চশিক্ষার সুযোগ

• ব্রাজিল : অর্থনীতি বা ইকোনমিক্স নিয়ে পড়াশুনার জন্য আপনার সেরা ঠিকানা হতে পারে ব্রাজিল। স্টুডেন্ট ভিসায় খুব কম খরচে পড়াশুনা করা যায় লাতিন আমেরিকার এই দেশে।

• কানাডা : উচ্চ শিক্ষার জন্য পড়ুয়াদের কাছে অন্যতম আকর্ষণের ডেস্টিনেশন কানাডা। বিজ্ঞান থেকে অর্থনীতি, বিভিন্ন বিষয় নিয়ে কানাডায় রয়েছে পড়াশুনা করার সুযোগ।

আরোও পড়ুন : অযোধ্যার পর এবার বাংলার বুকে তৈরি হবে রামমন্দির! দিনক্ষণ জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

• নিউজিল্যান্ড : ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করতে চাইলে আপনার সেরা ঠিকানা হতে পারে নিউজিল্যান্ড। কম খরচে নিউজিল্যান্ডের কলেজে কমপ্লিট করতে পারেন ইঞ্জিনিয়ারিং কোর্স।

• গ্রিস : সমগ্র ইউরোপে পড়াশুনা করার খরচ অনেক। তবে গ্রিসে ইউরোপের মধ্যে সবথেকে সস্তায় পড়াশুনা করতে পারবেন। গ্রিসে নাগরিকত্ব পাওয়াও অনেকটা সহজ। তাই পড়াশুনা শেষ করে গ্রিসে চাকরি করতে চাইলেও খুব একটা সমস্যা হবে না।

Higher Education in foreign

• জার্মানি : গোটা বিশ্বের পড়ুয়াদের কাছে জার্মানিতে উচ্চশিক্ষার আগ্রহ চোখে পড়ার মতো। QS World University Ranking বলছে বিশ্বের সেরা ২৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৬টিই রয়েছে জার্মানিতে। প্রযুক্তি, অর্থনীতি, দর্শন ইত্যাদি বিষয়ে উচ্চ শিক্ষার জন্য বেছে নিতে পারেন জার্মানির কলেজ-ইউনিভার্সিটি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর