রাজ্যে এই প্রথম! পাল্টে যাচ্ছে সিলেবাস থেকে পড়াশোনার ধরণ, বিরাট সিদ্ধান্ত উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ৩ মার্চ থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। এই পরীক্ষা শেষ হচ্ছে আগামী ১৮মার্চ। এবছর শেষবারের মতো প্রথাগত পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিচ্ছেন রাজ্যের পড়ুয়ারা। আগামী বছর থেকে শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি। নতুন এই পদ্ধতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিলেবাস থেকে পড়াশোনার ধরণ সবকিছু আমূল বদলে যেতে চলেছে। একাদশ শ্রেণি পাশ করে যারা এবার দ্বাদশ শ্রেণীতে উঠতে চলছেন তাঁদের জন্য উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে   চালু করা হচ্ছে একটি নতুন নিয়ম।

উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পড়ুয়াদের জন্য বড় চমক

প্রসঙ্গত উচ্চ-মাধ্যমিকের (Higher Secondary) মতই এখন চলছে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। এতদিন পর্যন্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট বেরনো পর্যন্ত অপেক্ষা করতে হত। তারপর শুরু হতো তাদের স্কুলের পড়াশোনা। কিন্তু জানা যাচ্ছে, এবার থেকে আর রেজাল্টের জন্য অপেক্ষা করবে না স্কুল। পরীক্ষা শেষ হওয়ার ৭ দিনের মাথায় শুরু হয়ে যাবে দ্বাদশ শ্রেণির ক্লাস।

আরও পড়ুন: এক নম্বরে বাংলা! জাতীয় স্তরে মিলল বিরাট সম্মান, দারুণ সুখবর দিলেন মমতা

জানা যাচ্ছে, রেজাল্ট বেরোনোর দিন পর্যন্ত অপেক্ষা করে অযথা সময় নষ্ট করতে চায়না উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। তাই পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মাথায় ক্লাস শুরু করে দিতে চাইছে সংসদ। এবছর ২২ মার্চ শেষ হবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। তারপর ১ এপ্রিল থেকে ক্লাস শুরু করতে চাইছে সংসদ। ছাত্রছাত্রীদের সিলেবাস দ্রুত শেষ করা ও ক্লাসমুখী করাই এই নতুন পদক্ষেপের উদ্দেশ্য বলে দাবি করা হচ্ছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

Higher Secondary

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশের পরেই উচ্চমাধ্যমিকের অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস শুরু হত এতদিন। এবার এই নিয়মে বদল আনতে চলেছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, এই বিষয়ে খুব তাড়াতাড়ি একটি নির্দেশিকাও জারি করা হবে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X