আবারও বদল হল উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ, দেখে নিন নতুন সময়সূচি

বাংলাহান্ট ডেস্ক : বদলাতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় সূচি। বৃহস্পতিবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়েন্ট এণ্ট্রান্স মেইন পরীক্ষার সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন মিলে যাওয়াতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। এদিন নবান্নের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্কুল শিক্ষা সচিব ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের বিভিন্ন কর্তারা। এখানেই এই দিন বদলের সিদ্ধান্তটি নেওয়া হয়।

নবান্নের এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘প্রথম ভাষার পরীক্ষা হবে ২ এপ্রিল। এরপর মাঝখানে একদিন ছুটি দেওয়া হবে। এরপর আবার ৪ এপ্রিল হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। পরের দিন অর্থাৎ ৫ এপ্রিল বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা। এরপর অঙ্ক পরীক্ষা হবে ১৬ এপ্রিল। ১৮ তারিখ অর্থনীতির পরীক্ষা, ১৯ এপ্রিল কম্পিউটার সায়েন্সের পরীক্ষা। ২০ এপ্রিল হবে কমার্শিয়াল ল। এরপর পরীক্ষা আছে ২২ এবং ২৩ তারিখ। ২২ তারিখ হবে পদার্থ বিজ্ঞান এবং ২৩ তারিখ স্ট্যাটিস্টিক্স এর পরীক্ষা। ২৬ তারিখ হবে রয়াসন পরীক্ষা ও ২৭ তারিখ বায়োলজিক্যাল সায়েন্স এর পরীক্ষা।’

এক নজরে দেখে নেওয়া যাক নতুন সময়সূচি অনুযায়ী কবে কবে কোন পরীক্ষা

২ এপ্রিল ২০২২ : প্রথম ভাষা
৪ এপ্রিল ২০২২ : দ্বিতীয় ভাষা
৫ এপ্রিল ২০২২ : বৃত্তিমূলক পরীক্ষা
১৬ এপ্রিল ২০২২ : অঙ্ক পরীক্ষা
১৮ এপ্রিল ২০২২ : অর্থনীতির পরীক্ষা
১৯ এপ্রিল ২০২২ : কম্পিউটার সায়েন্স
২০ এপ্রিল ২০২২ : কমার্শিয়াল ল
২২ এপ্রিল ২০২২ : পদার্থ বিজ্ঞান
২৩ এপ্রিল ২০২২ : স্যাটিসটিকস
২৬ এপ্রিল ২০২২ : রসায়ন পরীক্ষা
২৭ তারিখ ২০২২ : বায়োলজিক্যাল সায়েন্স

এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘এই বছর প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।তার মধ্যে ছেলেদের সংখ্যা রয়েছে ৩ লক্ষের কাছাকাছি। মেয়েদের সংখ্যা ৪ লক্ষের আশেপাশে।পরীক্ষা কেন্দ্র রয়েছে ৬ হাজার ৭২৭।পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত।’

এবছর বদল হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সময়সূচি। ১৬ এপ্রিল থেকে ২১ এপ্রিলের বদলে এবার এই পরীক্ষা ২১ এপ্রিল থেকে ৪ মে অবধি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা। এই কারণেই আবারও উচ্চ মাধ্যমিকের সময়সূচি বদলাতে বাধ্য হল রাজ্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর