কম্পালসারি ৭০% Attendance! নাহলেই HS’এ…. নয়া আপডেট সংসদের, ভয়ে কাঁটা পড়ুয়ারা

বাংলাহান্ট ডেস্ক : চলতি শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে (Higher Secondary Examination) সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর থেকে। প্রথমবারের মতো সেমিস্টার পরীক্ষায় পরীক্ষার্থীরা ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছেন। উপস্থিতির হারের প্রেক্ষিতে পরীক্ষায় বসা নিয়ে বেশ কিছু ঘটনা সাম্প্রতিক অতীতে সামনে এসেছে।

উচ্চমাধ্যমিকে (Higher Secondary Examination) পড়ুয়াদের বসতে দেওয়ার শর্ত

জানা গেছে, ছাত্র-ছাত্রীদের নূন্যতম উপস্থিতির হার না থাকায় অনেক স্কুল তাদের পরীক্ষায় বসতে দেয়নি। তবে পরীক্ষায় বসার ক্ষেত্রে উপস্থিতির হার কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, নূন্যতম ৭০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক প্রতিটি সেমিস্টারে বসার জন্য।

আরোও পড়ুন : ২৫ নভেম্বর…! আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়! তোলপাড় করা নির্দেশ হাইকোর্টের

মেডিকেল বা উপযুক্ত কারণ থাকলে সে ক্ষেত্রে ২০ শতাংশ কনসিডার করা যেতে পারে। নূন্যতম ৫০% উপস্থিতি যদি না থাকে তাহলে কোনও মতেই পরীক্ষায় (Higher Secondary Examination) বসার অনুমতি পাওয়া যাবে না। ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার রেকর্ড রাখা সম্পূর্ণভাবে স্কুলের দায়িত্বের মধ্যে পড়ে। একাদশ শ্রেণির প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে হোম সেন্টারে। তাই সেক্ষেত্রে স্কুলগুলির ভূমিকা অনস্বীকার্য।

Big news for higher secondary Examination

স্কুলগুলির নিজস্ব সিদ্ধান্ত রয়েছে উপস্থিতির হারের বাধ্যবাধকতা নিয়ে। পর্যাপ্ত উপস্থিতি না থাকলেও অধিকাংশ স্কুল একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পরীক্ষার্থীদের বসার সুযোগ দিচ্ছে। তবে দ্বিতীয় সেমিস্টারে বসার ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম মানতে পারে স্কুলগুলি। সেক্ষেত্রে যদি নূন্যতম উপস্থিতির হার না থাকে তাহলে স্কুল কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের সেমিস্টার পরীক্ষায় বসার অনুমতি নাও দিতে পারে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর