আগের থেকেও কঠিন! বড়সড় পরিবর্তন আসছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে, নয়া আপডেট সংসদের

বাংলাহান্ট ডেস্ক : মেধা অনুযায়ী মিলবে নম্বর। নম্বরের ক্ষেত্রে হবে না একদর। এবার এইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাজাতে চলেছে প্রশ্নপত্র। মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশ্নপত্র তৈরির সময়। তার সাথে খেয়াল রাখা হচ্ছে সাধারণ মেধার পড়ুয়াদের কথাও।

নম্বরের ক্ষেত্রে যাতে ছেলে খেলা না করা হয় সেই দিকটাই নজর রাখছে সংসদ। আবার পরীক্ষার্থীদের ফল যাতে খুব খারাপ না হয়, সংসদ মাথায় রাখছে সেই দিকটিও। এবার ৫০ শতাংশ প্রশ্ন উচ্চ মাধ্যমিকের হবে সহজ। সামান্য জটিল প্রশ্ন থাকবে ৩০ শতাংশ। উচ্চ মেধার প্রশ্ন থাকবে ২০ শতাংশ। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ব্যবহার করেছে  ‘অ্যাচিভার্স’ শব্দটি।

আরোও পড়ুন : ১ মাস নাকি ৫ বছরের হিসেব! এগিয়ে কে? এবার হাড্ডাহাড্ডি লড়াইতে বন্দে ভারত,কলকাতা মেট্রো

জানানো হয়েছে এই ২০ শতাংশ প্রশ্ন তুলনামূলকভাবে একটু কঠিন হবে। পড়ুয়াদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি যুক্তি ও বিশ্লেষণাত্বক ক্ষমতা যাচাই করার জন্য এই প্রশ্নগুলি সহায়ক হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে একাদশ শ্রেণীতে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দুটি করে সেমিস্টার থাকবে। এমসিকিউ-ভিত্তিক প্রশ্ন থাকবে প্রথম সেমেস্টারে।

Big news for higher secondary Examinee

পরীক্ষার্থীদের এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে ওএমআর শিটে চিহ্নিত করে। সংসদ সভাপতি জানান,  “মাল্টিপল চয়েস বলতে সাধারণত আমরা বুঝি, একটা প্রশ্ন থাকবে ও তার উত্তর দেওয়ার জন্য চারটে অপশন থাকবে। কিন্তু, অবজেকটিভ টাইপ প্রশ্ন অনেক ধরনের হয়। যেমন, শূন্যস্থান পূরণ করতে বলা হয়। দেওয়া হয় বিকল্প উত্তর। সেগুলির মধ্যে কোনটি শূন্যস্থান পূরণের সঠিক উত্তর তা বেছে নিতে হয় পরীক্ষার্থীকে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর