কখন অনলাইনে দেখাবে যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? সময় জানাল সংসদ

বাংলাহান্ট ডেস্ক : হাতে গোনা আর মাত্র কয়েক দিন।আগামী ৮ই মে প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Examination) ফলাফল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় প্রকাশ করছে ফলাফল।

সংসদের পক্ষ থেকে আগামী ৮ই মে দুপুর ১ টায় আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (Result) করা হবে। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রকাশ করবেন ফলাফল। এরপর পরীক্ষার্থীরা দুপুর ৩টে থেকে অনলাইনে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন। ৮ তারিখ ফলাফল প্রকাশিত হলেও সেদিন পরীক্ষার্থীরা শংসাপত্র ও রেজাল্ট হাতে পাবেন না।

আরোও পড়ুন : শুধু একটা SMS, হাতে আসবে ভোটার লিস্ট! দেখুন, আইডি কার্ড কীভাবে ডাউনলোড করবেন বাড়ি থেকেই

সংসদের ৫৫ টি কেন্দ্র থেকে স্কুলগুলিকে ১০ই মে বিতরণ করা হবে মার্কশিট ও সার্টিফিকেট। সেদিন পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন মার্কশিট ও সার্টিফিকেট। এবছর কিছুটা পরিবর্তন হতে চলেছে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে। নম্বরের পাশাপাশি মার্কশিটে দেওয়া হবে পার্সেন্টাইলও।

আরোও পড়ুন : কাঞ্চন-কল্যাণ ‘বিতর্কে’ নিরপেক্ষ অবস্থান! রচনা বললেন, ‘দু’জনের কাউকে সমর্থন করি না, কারণ…’

লোকসভা নির্বাচনের জন্য চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বেশ কিছুটা এগিয়ে আনা হয়। ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় গত ১৬ ই ফেব্রুয়ারি থেকে। ২৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল পরীক্ষা। মোট ৭,৯০,০০০ পরীক্ষার্থী বসেছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। ২,৩৪১ টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

west bengal council of higher secondary education

আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের দিনে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন অনলাইনে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbchse.wb.gov.in/-এ গিয়ে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। নির্দিষ্ট নোটিফিকেশনে ক্লিক করে রোল নম্বর ও জন্ম তারিখ প্রদান করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করলেই খুলে যাবে রেজাল্ট।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর