বাংলাহান্ট ডেস্ক : উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) ফল ঘোষণার তারিখ নিয়ে আগেই কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে মিলল স্পষ্ট খবর। সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল কবে প্রকাশিত হতে চলেছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৪ শে মে।
আগামী ২৪ শে মে বেলা বারোটা নাগাদ সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা আগামী ৩১শে মে স্কুল থেকে মার্কশিট (Marksheet) নিতে পারবেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রাথমিকভাবে জানায় এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে।
কিন্তু তারপর সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান ফলপ্রকাশের সময় খানিকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। হয়তো মে মাসের শেষ সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে। এরপর বিভিন্ন মাধ্যম থেকে খবর আসতে শুরু করে হয়ত ১৯ মে প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিকের ফল। তবে সেই ব্যাপারে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
এরপর আজ সংসদের পক্ষ থেকে খবর আসে আগামী ২৪ শে মে প্রকাশিত হবে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। ফল প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com ও www.indiaresults.com– এই ওয়েবসাইটগুলিতে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
কিছুদিন আগে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছিল ৮০ শতাংশ পরীক্ষার্থীর নম্বর জমা পড়ে গেছে। ফল প্রকাশ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এই বছর ১৪ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। ছাত্রদের তুলনায় এই বছর ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি ছিল।