উচ্চ-মাধ্যমিকের নতুন সিলেবাস নেই ইংরেজি বইতে! কি করবেন পড়ুয়ারা? জানাল সংসদ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নতুন শিক্ষাবর্ষ থেকে উচ্চ-মাধ্যমিকের (Higher Secondary) জন্য চালু হচ্ছে সেমিস্টার সিস্টেম। সেইসাথে বেশ কিছু বদল এসেছে দ্বাদশ শ্রেণীর পাঠক্রমেও। আগেই জানানো হয়েছে নতুন শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর ইংরেজি পাঠ্যক্রমে দুটি নতুন গল্প এবং নাটক যুক্ত হয়েছে। কিন্তু পরিবর্তিত পাঠক্রম অনুযায়ী এই নতুন গল্প এবং নাটক দ্বাদশের পাঠ্য বইয়ে নেই। আর তা নিয়েই মহাচিন্তায় পড়েছেন সদ্য দ্বাদশ শ্রেণীতে ওঠা পড়ুয়ারা।

উচ্চ-মাধ্যমিকের (Higher Secondary) পরিবর্তিত পাঠ্যসূচী নিয়ে চিন্তায় পড়ুয়ারা

প্রত্যেক বছরই উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) স্তরে বাংলা এবং ইংরেজি পাঠ্যবই বিনামূল্যে পেয়ে থাকেন পড়ুয়ারা। নিয়মমাফিক একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথেই দ্বাদশের পাঠ্য-পুস্তক দিয়ে দেওয়া হয় পড়ুয়াদের। তাই দ্বাদশ শ্রেণীতে তাদের আলাদা করে আর কোনো বই দেওয়া হয় না। কিন্তু এবছর যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছেন তাদের সবার কাছে একাদশ শ্রেণীতে পাওয়া দ্বাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক থাকলেও সেখানে পরিবর্তিত সিলেবাস অনুযায়ী দুটি নতুন গল্প এবং নাটক নেই।

প্রশ্ন উঠছে এক্ষেত্রে পড়ুয়ারা পরিবর্তিত পাঠ্যসূচি কীভাবে পাবেন? এই পরিস্থিতিতে অনেকেই দাবি তুলেছিলেন নতুন করে দ্বাদশ শ্রেণীতে ইংরেজি পাঠ্যবই দেওয়া হোক। কিন্তু দুশ্চিন্তা বাড়িয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি জানিয়ে দিয়েছে, দ্বাদশ শ্রেণীতে নতুন করে ইংরেজি পাঠ্যবই দেওয়া হবে না। একাদশ শ্রেণীতে পাওয়া দ্বাদশ-এর ইংরেজি বই-ই  পড়তে হবে পড়ুয়াদের।

আরও পড়ুন: রামনবমীর আগেই শুরু বিরাট অ্যাকশন! অস্ত্র নিয়ে বেরলে কী হবে? জানিয়ে দিলেন CP

দ্বাদশ শ্রেণীতে ইংরেজি বইয়ের পরিবর্তিত পাঠক্রম সম্পর্কে উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjeev Bhattacharya) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘পরিবর্তিত পরিচ্ছদ গুলি আমাদের ওয়েবসাইটে থাকবে। সেখান থেকে ডাউনলোড করে তা পড়তে হবে ছাত্রছাত্রীদের।’

Higher Secondary

ইংরেজি শিক্ষকদের একাংশের প্রশ্ন,  দ্বাদশ শ্রেণির পাঠ্যবইয়ে যে দু’টি নতুন গল্প এবং নাটক যুক্ত হয়েছে সেগুলো কি সবার পক্ষে ডাউনলোড করে পড়া সম্ভব হবে? অন্যদিকে অভিভাবকদের দাবি,প্রকাশকরা ইংরেজি পাঠ্যবই না বের করলেও ইতিমধ্যেই ইংরেজির সহায়ক বের করে ফেলেছেন। তাই তাঁদের মধ্যে অনেকেই মনে করছেন পাঠ্যবই না থাকলেও সহায়িকা বই কিনলে নতুন গল্প এবং নাটক পাওয়া যাবে। কিন্তু যারা ওই সহায়িকা বই  কিনতে পারবেন না তাদের কি ডাউনলোড করে পড়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না?

অন্যদিক, দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পড়ুয়ারা জানিয়েছেন, এখনও বাজারে তাঁদের বই পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত প্রতি বছর একটি বেসরকারি প্রকাশনা সংস্থার মাধ্যমে সংস্কৃত বই প্রকাশ করে সংসদ। কিন্তু এখনও বই হাতে না আসায় পড়ুয়াদের প্রশ্ন, কবে পাওয়া যাবে সেই বই? সংসদ কর্তারা অবশ্য জানিয়েছেন, চলতি মাসের প্রথমেই সংস্কৃত বই পাওয়া যাবে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X