চালু হচ্ছে উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস! আসছে আর কি কি বদল?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই রাজ্যে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। এবছর শেষবারের মতো প্রথাগত পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিয়েছেন রাজ্যের পড়ুয়ারা। আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। তার আগেই এবার উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বিরাট বদল আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) সিলেবাস

জানা যাচ্ছে রাজ্য স্কুলগুলিতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সিলেবাস বদল সংক্রান্ত এই নিয়ম। সংসদ সূত্রে খবর এবার মূলত বদল আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) তৃতীয় সেমিস্টারে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি সিলেবাসে এই বদল আনা হচ্ছে বলে খবর।

প্রসঙ্গত এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিকের ইংরেজি পাঠক্রমে রাখা হয়েছিল প্রখ্যাত ইংরেজি লেখিকা ভার্জিনিয়া উলফের ‘এ রূম ফর ওয়ান’স ওন’ গদ্যটি ৷ এবার সেটি বাদ দেওয়া হচ্ছে পাঠক্রম থেকে। এছাড়াও বাদ দেওয়া হয়েছে অ্যান্টোন চেক‌অভ-এর ‘দ্যা বেট’গল্প। পাশাপাশি নাটকের ক্ষেত্রে মহেশ দাত্ত্বানির ‘তারা’ নাটকটিও বাদ দেওয়া হচ্ছে। এর পরিবর্তে রাখা হচ্ছে জেএম সিঞ্জ-এর ‘রাইডারস টু দ্য সি’।

আরও পড়ুন: ‘এই লোকটা সেদিন তথ্য লোপাটের জন্য…’ পানিহাটির চেয়ারম্যানকে নিয়ে বিরাট প্রশ্ন তিলোত্তমার মা-বাবার

শুধু সিলেবাসে নয়, জানা যাচ্ছে এবার বদল আসছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নের ধরণেও। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের এমসিকিউ এবং চতুর্থ সিমেস্টারের বাধ্যতামূলক প্রশ্ন আসবে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া নাটকটি পড়তে হবে উচ্চ মাধ্যমিকের দু’টি সেমিস্টারে।

Higher Secondary

প্রশ্নের বিষয়ে জানা যাচ্ছে গদ্য থেকে ৩ নম্বর এবং নাটক থেকে ৫ নম্বরে প্রশ্ন আসবে পরীক্ষায়। এই নয়া নির্দেশিকা প্রসঙ্গে  উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন বিশেষজ্ঞদের মতামতের ওপর ভিত্তি করেই এই বদল আনা হয়েছে।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X