ঘুম উড়বে শত্রুপক্ষের! সামরিক খাতে খরচে রাশিয়া আর ব্রিটেনের থেকে এগিয়ে বিশ্বে তৃতীয় ভারত

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বের সব দেশই অন্তর্বর্তী সুরক্ষা এবং বহিঃশত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা ও মজবুত করতে সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। সেই তালিকায় এবার ভারত উঠে এল তৃতীয় স্থানে। খরচের নিরিখে আমেরিকা (American Military) এবং চীনের (Chinese Military) পরেই অবস্থানরত ভারত (Indian Military)। ২০২০ এর পরিসংখ্যান তুলে ধরে এই দাবি করল আন্তর্জাতিক শান্তি গবেষণা সংস্থা স্টকহোম।

List Of The Countries With The Most Powerful Military Forces, Check Out India's Rank

গোটা বিশ্বের মধ্যে সামরিক খাতে ব্যায়ের (Military Spender) নিরিখে প্রথম স্থানাধিকারী আমেরিকা ৩৯ শতাংশ, দ্বিতীয় স্থানাধিকারী চীন ১৩ শতাংশ এবং তৃতীয় স্থানাধিকারী ভারত ৩.৭ খরচ করে।

Catching Up: China's Developing Military Power - Georgetown Journal of International Affairs

রিপোর্ট জানাচ্ছে, ২০২০ সালে আমেরিকা ৭৭ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে সামরিক খাতে এবং চীন করেছে ২৫ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। সেখানে ভারত করেছে ৭ হাজার ২৯০ কোটি মার্কিন ডলার।

তালিকায় শীর্ষে অবস্থানরত এই তিনটি দেশই ২০১৯ সালের তুলনায় করোনা অতিমারীর মধ্যে ২০২০ সালে সামরিক খাতে খরচ করেছে রেকর্ড পরিমাণে।

The three types of military power and how to measure them | World Economic Forum

আমেরিকা ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে ৪.৪ শতাংশ, চীন বাড়িয়েছে ১.৯ শতাংশ এবং ভারত বাড়িয়েছে ২.১ শতাংশ। জানিয়ে দি, GDP-র মোট ৩.৭ শতাংশ আমেরিকা, ১.৭ শতাংশ চীন এবং ২.৯ শতাংশ ভারত তার সামরিক খাতে বরাদ্দ করেছিল।

আরও একটি চাঞ্চল্যকর তথ্য হল, বিগত ১০ বছরে আমেরিকা সামরিক খাতে খরচ কমিয়েছে ১০ শতাংশ। অন্যদিকে চীন বাড়িয়েছে ৭৬ শতাংশ এবং ভারত বাড়িয়েছে ৩৪ শতাংশ।

সম্পর্কিত খবর