বাংলাহান্ট ডেস্ক: আরব সাগরে শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় হিক্কা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কয়েক ঘন্টা ঘূর্ণিঝড় হিক্কা ওমানে তাণ্ডবলীলা চালানোর পর আছড়ে পড়বে ভারতে। ইতিমধ্যে ভারতের গুজরাট উপকূলে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ সহ কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও ঝাড়খন্ড, ওড়িশা, গুজরাট মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কেরল ও লাক্ষাদ্বীপে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর, জানিয়েছে আজ সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্রের নিষেধ করা হয়েছে।
আর কিছুদিন পরেই দুর্গাপুজো। জোরকদমে চলছে শেষ সময়ের প্রস্তুতি। বড় বড় মণ্ডপ তৈরি করা চলছে পূজোর কেনাকাটা। গত কয়েক দিনের বৃষ্টিতে বাধ সেধেছে পুজোর কাজকর্মে। আগামী ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড় হিক্কার কারণে ব্যাহত হলো পূজোর কেনাকাটা।