বাংলাহান্ট ডেস্ক : ভারতে বর্ষা ঋতু শুরু হয়ে যায় জুন মাস থেকেই। আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত থাকে বর্ষার রেশ। বর্ষাকালে আমাদের সবার মন একটু অন্যরকম হয়ে যায়। বর্ষার অঝোর ধারায় ভিজে প্রিয় মানুষটির সাথে কেউ রাস্তায় হাঁটতে ভালোবাসেন, আবার কেউ জানলার ধারে বসে লিখে ফেলেন পাতার পর পাতা কবিতা।
তবে অনেকেই রয়েছেন যারা বর্ষায় (Monsoon) পাহাড়ে (Hill Station) ঘুরতে যেতে পছন্দ করেন। বর্ষার সময় পাহাড়ের স্নাত রূপ অনেকের কাছেই আকর্ষণের। তবে বর্ষার সময় পাহাড় ভ্রমণের ক্ষেত্রে নিতে হয় বাড়তি সতর্কতা। আপনিও যদি এই বর্ষায় পাহাড় (Hill Station) ভ্রমণের (Tour) পরিকল্পনা করে থাকেন তাহলে কোন কোন বিষয় মাথায় রাখবেন জেনে নিন।
বর্ষায় (Monsoon) পাহাড় (Hill Station) ভ্রমণের টিপস
• হাতে কিছু অতিরিক্ত দিন নিয়েই পাহাড় ভ্রমণের জন্য পরিকল্পনা করবেন। যদি ৫ দিনের ট্যুরের পরিকল্পনা থাকে, তাহলে দু-একদিন বাড়তি হাতে রেখে টিকিট কাটুন। বর্ষাকালে মাঝে মধ্যেই ধস নামে পাহাড়। অতিরিক্ত বৃষ্টিপাত হলে ঘর থেকে বের হওয়াও সমস্যা হয়ে দাঁড়ায়। তাই যদি অতিরিক্ত কিছুদিন হাতে নিয়ে পাহাড় ভ্রমণে যান তাহলে অনেকটাই চিন্তামুক্ত হয়ে আনন্দ উপভোগ করতে পারবেন।
আরোও পড়ুন : মাথায় রাখুন জাস্ট এই ৫ নীতি! জীবনেও কেউ অসম্মান করবে না আপনাকে, বলছেন চাণক্য
• পাহাড়ে (Hill Station) ঘুরতে যাওয়ার আগে থেকে নজর রাখুন আবহাওয়ার পূর্বাভাসের দিকে। ট্রেক করতে যাওয়ার আগে ভালো করে আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন। নয়ত মাঝপথে প্রাকৃতিক দুর্যোগ এলে পড়তে পারেন বড় বিপদে।
আরোও পড়ুন : বাজারে সবজি কিনতে গিয়েই পকেট ফাঁকা হচ্ছে মধ্যবিত্তদের! হু হু করে বাড়ছে দাম, সামনে এল কারণ
• পাহাড়ে বর্ষার সময় কোথায় যাওয়া নিরাপদ আর কোথায় নয় সেই ব্যাপারে জানতে স্থানীয়দের সাহায্য নিন। স্থানীয়রা এলাকা সম্পর্কে আপনাকে বেশি সঠিক খবর বা তথ্য দিতে পারবে। সেক্ষেত্রে শুধু ইন্টারনেটের উপর ভরসা করে ট্যুর প্ল্যান না করাই শ্রেয়। ভারী বৃষ্টি হলে একা কোথাও যাওয়া ঠিক না, একান্তই গেলে সাথে রাখুন ট্যুর গাইড।
• বর্ষায় পাহাড় (Hill Station) ভ্রমণের আগে অবশ্যই কিনে নিন রেনকোট। হালকা শীতের পোশাক নিতে কিন্তু ভুলবেন না। তারসাথে রাখতে হবে ভালো ওয়াটার প্রুফ জুতো, নয়ত পাহাড়ের ভেজা রাস্তায় চলাচল করা মুশকিল।
• বর্ষাকালে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। তাই মশা তাড়ানোর ধুপ ও ক্রিম নিতে ভুলবেন না। বর্ষার সময় পাহাড়ি এলাকায় জোঁকের উপদ্রব বেড়ে যায়। তাই অবশ্যই ব্যাগে নুন রাখা বাঞ্ছনীয়।