কম খরচে ঘোরার মনের মতো জায়গা, একবার গেলে আসতে চাইবেন না ফিরে

ঘুরতে(Tourism)ভালোবাসে না এমন মানুষ বোধ করি এই পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। অনেকেই চেষ্টা করেন কম খরচে একটা ভালো জায়গায় ঘুরে আসতে। যেখানে গেলে মনটাও ভরে যাবে, আর পকেটটাও খুব একটা খালি হবে না। আজকে আপনাদের নিয়ে যাব, এমন এক জায়গায় যেখানে গেলে একদিকে যেমন মন ভরবে, তেমনই খরচও থাকবে আপনার সাধ্যের মধ্যেই।

পাহাড় প্রেমী মানুষদের জন্য রইল এক অফবিট ডেস্টিনেশনের (Hill Station)হদিশ। দার্জিলিং নয় বরং ডুয়ার্স ঘেঁষা কালিম্পংয়ের কিছু অফবিট গ্রামে গেলে আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে। তার মধ্যে অন্যতম হল রিশপ, বাঙালির অত্যন্ত পছন্দের ডেস্টিনেশন।

Tourism Hill Station

আমাদের মধ্যে অনেকেই আছেন, বেশি জনবসতিপূর্ণ জায়গা নয়, তাঁদের পছন্দ একটা অফবিট ডেস্টিনেশন (Tourism Destinations)। যেখানে গিয়ে নিরিবিলিতে কিছুক্ষণ সময় সে তাঁর পরিবারের সঙ্গে কাটাতে পারবেন। যেখানে একদিকে যেমন থাকবে না বেশি মানুষের আনাগোনা, তেমনই শান্ত পরিবেশে প্রকৃতিকে আরও বেশি করে উপভোগ করতে পারবেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫০০ ফুট উচ্চতায় থাকা রিশপ ডুয়ার্সের পশ্চিমে অবস্থিত। এখানে গেলে দেখতে পাবেন পাহাড়ি রাস্তার দুধারে রয়েছে পাইন, অর্কিড থেকে ফারের সারি। সেইসাথে কাছাকাছির মধ্যেই রয়েছে লাভা, টিফিনদাঁড়া ভিউ পয়েন্ট, যা আপনার মনের সঙ্গে সঙ্গে চোখের আরামও দেবে।

এবার জেনে নিন কিভাবে যাবেন এখানে… নিউ জলপাইগুড়ি গামী যেকোনো ট্রেনে উঠে আপনাকে প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে প্রাইভেট গাড়িতে বা শেয়ার ক্যাবে করে কালিম্পংয়ের রাস্তা ধরে গেলে প্রায় ১২০ কিমি যেতে হবে। তবে এই যাওয়ার পথে আলাগড় থেকে শেষ কিছুটা রাস্তা বেশ অ্যাডভেঞ্চারাস হবে, যা বাঙালিদের কাছে বেশ পছন্দের।

Subhajit
Subhajit

আমি শুভজিৎ মাজি, কালিপুর মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট। বিগত ৪ বছর ধরে ডিজিটাল সংবাদমাধ্যমে কর্মরত। মূলত রাজনীতি ও আন্তর্জাতিক খবর প্রকাশনার মাধ্যমে পবিত্র গণতান্ত্রিক অধিকার-সংরক্ষনের পবিত্র নৈতিক দায়িত্ব পালন করি।

সম্পর্কিত খবর