হিমা দাসের নামে এবার নামকরণ হল মেয়ে বাঘ ছানার

বাংলা হান্ট ডেস্ক : হিমা দাস এখন বাংলায় তথা সমগ্ৰ দেশে চর্চিত নাম।তার নামেই বেঙ্গালুরুর বানেরঘাট্টা বায়োলজিক্যাল পার্কে একটি বাঘ ছানার (মেয়ে) নাম রাখা হল। ভারতীয় স্প্রিন্টার হিমা দাসের নামে হল এই নামকরণ ব্যবস্থা।

20190729 163420

প্রসঙ্গত ইন্টারন্যাশনাল টাইগার ডে-র প্রাক্কালে এই নামকরণ হল বেঙ্গালুরুতে।৬ মাসের এই ব্যাঘ্র শাবকটিকে (হিমা) আরও তিনটি শাবকের সঙ্গে রবিবার প্রকাশ্যে নিয়ে আসে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

জানা যায় এই প্রথম নয়,এর আগেও ভারতীয় ক্রিকেটের দুই তারকা মহেন্দ্র সিং ধোনি ও মিতালি রাজের নামে মাহি ও মিতালি নাম রাখা দুটি ভালুক ছানার। বানেরঘাট্টা বিয়ার রেসকিউ সেন্টারে রয়েছে এই দুই ভালুক। তাদের নামকরণ পর্বও  এমন ভাবেই করেছিল কতৃপক্ষ।

 

 

   

সম্পর্কিত খবর