বাংলা হান্ট ডেস্ক:গত কয়েক মাস ধরেই পিথেব্যাথা। কিন্তু সেই ব্যাথা কে তুরি মেরে উড়িয়েই আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেন আসামের হিমা দাস। পোল্যান্ডে ২০০ মিটারে সোনা জিতলেন তিনি। এর আগে ওয়ার্ল্ড জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হয়েছিলেন হিমা।পোজন্যান অ্যাথলেটিক্স গ্রাপ্রি-তে সোনা জিতলেন হিমা।
এদিন ২৩.৬৫ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ালেন তিনি। চলতি বছর এটাই হিমার প্রথম টুর্নামেন্ট। আর প্রথমবারেই সোনা জিতলেন তিনি। উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতির সঙ্গে সঙ্গে ট্রেনিং চালিয়ে গিয়েছিলেন হিমা। আসামের এই অ্যাথলিট উচ্চমাধ্যমিক পাশ করেছেন ভাল ফল করে। সুতরাং বলাই যায় সবদিকে একসাথে নিপুণতার সাথে সামলাতে দক্ষ হিমা।