বাংলা হান্ট ডেস্কঃ এখনো কাটেনি হিমাচল (Himachal Pradesh) বিধানসভা ভোটের (Assembly Election) রেশ। গেরুয়া বাহিনীকে পরাজিত করে ক্ষমতার সিংহাসনে বসেছে কংগ্রেস (Congress) দল। খুশির আমেজে কংগ্রেস নেতৃত্ব, এবার এরই মাঝে বিপাকে হিমাচল প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রতিভা সিংহ এবং তাঁর ছেলে তথা কংগ্রেস সাংসদ বিক্রমাদিত্য সিংহ।
কংগ্রেসের সভাপতি ও তাঁর ছেলের বিরুদ্ধে সরব খোদ পুত্রবধূ। জানা গিয়েছে, গার্হস্থ্য হিংসা মামলায় জেরার জন্য তাঁদের সমন পাঠানো হয়েছে আদালত তরফে। মামলাটি করেছেন বিক্রমাদিত্যের স্ত্রী সুদর্শনা সিংহ চুণ্ডাওয়াত। ২০১৯ সালে বিয়ে হয়েছিল তাঁদের। সূত্রের খবর, কংগ্রেস সাংসদ বিক্রমাদিত্যের পাশাপাশি শাশুড়ি প্রতিভা, ননদ অপরাজিতা এবং তাঁর স্বামী অঙ্গদ সিংহের বিরুদ্ধে হেনস্থা এবং গার্হস্থ্য হিংসার মামলা করেছেন সুদর্শনা। পাশাপাশি অন্য একটি মামলায় স্বামীর থেকে খোরপোশের দাবিও তুলেছেন কংগ্রেস পুত্রবধূ সুদর্শনা।
ঠিক কী অভিযোগ উঠছে কংগ্রেস সভাপতি ও তাঁর পুত্রের বিরুদ্ধে? সুদর্শনার অভিযোগ, আমরিন নামে চণ্ডীগড়ের এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বিক্রমাদিত্যের। পাশাপাশি তাঁর উপর নজরদারি রাখতে ঘরে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিলেন তিঁনি। সুদর্শনার আরও দাবি, তাঁর থেকে ১০ কোটি টাকা অন্যায় দাবি করেছিলেন তাঁর স্বামী। গার্হস্থ্য হিংসার মামলায় ২০২৩ সালের জানুয়ারি মাসে বিক্রমাদিত্য, প্রতিভা এবং বাকি দু’জনকে উদয়পুর আদালতে হাজিরা দিতে হবে বলে আদালত তরফে জানানো হয়েছে। অন্যদিকে খোরপোশের মামলায় শুধমাত্র বিক্রমাদিত্যকে আদালতে হাজিরা দিতে হবে।
উল্লেখ্য, হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের ছেলে বিক্রমাদিত্য শিমলার বিধায়ক। এ বিষয়ে বিক্রমাদিত্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে কোনও জামিনঅযোগ্য পরোয়ানা জারি হয়নি। আর এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। কংগ্রেস বিধায়কের কথায়, ‘‘এটা ব্যক্তিগত বিষয়। এই নিয়ে মন্তব্য করতে চাই না। আদালতের হস্তক্ষেপে বিষয়টি মেটাতে চাই।’’
প্রসঙ্গত, ২০২২ সালের হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার ছিলেন কংগ্রেস নেতৃত্বে প্রতিভা। তবে কোনো কারণবশত তাঁর মুখ্যমন্ত্রীর আসনে বসা হয়নি। তাঁর জায়গায় মুখ্যমন্ত্রী হয়েছেন সুখবিন্দর সিংহ সুখু।