বাংলাহান্ট ডেস্ক: এবার খাস হিমাচল প্রদেশের (himachal pradesh) সরকার সুরক্ষা (protection) দেবে কঙ্গনা রানাওয়াতকে (kangana ranawat)। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (jairam thakur) নিজে রাজ্যের ডিজিপিকে এমন নির্দেশ দিয়েছেন। কিছুদিন আগেই নিজেই সুরক্ষার জন্য হিমাচল প্রদেশ সরকারের কাছে আবেদন করেছিলেন অভিনেত্রী।
রবিবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, এই মর্মে রাজ্য ডিজিপির কাছে একটি চিঠিও দিয়েছেন কঙ্গনার বাবা। এমনকি অভিনেত্রীর দিদিও ফোন করেছিলেন তাঁকে। ৯ সেপ্টেম্বর মুম্বই আসার কথা রয়েছে কঙ্গনার। ততদিন তাঁকে সুরক্ষা দেওয়ার কথা ভাবছে হিমাচল প্রদেশ সরকার, এমনটাই জানান মুখ্যমন্ত্রী।
Kangana Ranaut's father has given in writing asking for police protection. I've directed DGP in this regard. She'll be provided security here. We are also discussing what can be done to provide security to her outside HP as she is leaving for Mumbai on 9 Sept: Himachal Pradesh CM pic.twitter.com/b5jUK5uGhJ
— ANI (@ANI) September 6, 2020
মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে শিবসেনার বিরাগভাজন হয়েছেন কঙ্গনা। এই নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে তাঁর তর্ক বিতর্ক লেগেই রয়েছে। কঙ্গনার কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে সঞ্জয় রাউত ANI কে বলেন, “উনি যদি মহারাষ্ট্রের কাছে ক্ষমা চান তাহলে আমি ভেবে দেখব। মুম্বইকে উনি মিনি পাকিস্তান বলেছেন, আহমেদাবাদের সম্পর্কেও এমনটাই বলার সাহস আছে তো ওঁর?”
শুধু তাই নয়, কঙ্গনার বক্তব্য নিয়ে এক সংবাদমাধ্যম সঞ্জয় রাউতকে প্রশ্ন করলে তিনি ক্যামেরার সামনেই অভিনেত্রী ‘হারামখোর’ বলে গালিগালাজ করেন। তিনি আরও বলেন, সব পার্টি মিলিত ভাবে কঙ্গনার মুম্বইতে প্রবেশ আটকাবে। শিবাজি মহারাজের অপমান করেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, এর আগে একটি টুইটে কঙ্গনা বলেন, ‘একজন বড় তারকার খুনের পর আমি মাদক চক্র ঐ মুভি মাফিয়াদের সম্পর্কে বলেছি, আমি মুম্বই পুলিসকে বিশ্বাস করি না কারন তারা সুশান্ত সিং রাজপুতের অভিযোগ নেয়নি। যখন তিনি বলেছিলেন ওরা তাঁকে মেরে ফেলবে, শেষ পর্যন্ত তিনি খুন হলেন। আমি সুরক্ষিত বোধ করছি না এর মানে কি আমি ইন্ডাস্ট্রি ও মুম্বইকে ঘৃণা করি?’