‘সানি লিওনের মতো অভিনেত্রীকেও ইন্ডাস্ট্রি গ্রহণ করেছে’, পর্ন কাণ্ডে শিল্পার হয়ে সরব নেহার প্রাক্তন হিমাংশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রাজ কুন্দ্রা ও পর্ন কাণ্ড নিয়ে বিগত কয়েকদিন ধরে শোরগোল শুরু হয়েছে বলিউডে। পর্ন ব‍্যবসা করার অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার হয়েছেন রাজ। স্ত্রী শিল্পা শেট্টিকেও (shilpa shetty) জড়িয়ে ‘রসালো’ আলোচনা চলছে নেটমাধ‍্যমে। তবে এই দুঃসময়ে ইন্ডাস্ট্রির খুব কম সংখ‍্যক মানুষকেই পাশে পেয়েছেন শিল্পা। পরিচালক নশল মেহতা ও অভিনেত্রী রিচা চাড্ডা তো আগেই সরব হয়েছিলেন। এবার শিল্পাকে সমর্থন করলেন নেহা কক্করের প্রাক্তন হিমাংশ কোহলি (himansh kohli)।

সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে শিল্পাকে সমর্থন করে নিজের যুক্তি সাজান অভিনেতা। তাঁর কথায়, “ইন্ডাস্ট্রি সকলের জন‍্য উন্মুক্ত ও সুরক্ষিত। আমরা সানি লিওনের মতো অভিনেত্রীদের গ্রহণ করেছি এবং সেলিব্রেটও করেছি। আমি এই মামলাটা নেপথ‍্যের আসল সত‍্যিটা জানি না কিন্তু শগল্পা শেট্টির মতো একজন জনপ্রিয়, সম্মানিত মানুষকে এর মধ‍্যে টেনে আনা হচ্ছে এটা সত‍্যিই দুঃখজনক। আশা করব ওঁদের পরিবার এসব ঝামেলা থেকে দ্রুত মুক্তি পাবে।


ওয়েব সিরিজে বোল্ড দৃশ‍্য দেখানোর ব‍্যাপারেও নিজের মতামত রাখেন হিমাংশ। তাঁর কথায়, “আমি ওগুলোকে বোল্ড সিন বলবোই না। আমার মতে এগুলো বাস্তব বিষয় যা শিল্পের থেকে কম কিছু না।” তবে দর্শক টানতে ওই দৃশ‍্যগুলিকে কভার ছবি বা টিজার ট্রেলারে দেখানোটা সমর্থন করেন না হিমাংশ।

সম্প্রতি স্বামীর রাজের গ্রেফতারির পর প্রথম বার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন শিল্পা। তিনি বলেছেন, এই বিষয়ে এখনো কোনো মন্তব‍্য করেননি তিনি, আর ভবিষ‍্যতেও করবেন না। তাই জোর করে তাঁর মুখে যেন কোনো কথা না বসানো হয়। শিল্পার অভিযোগ, এতদিন সংবাদ মাধ‍্যম ও কিছু তথাকথিত শুভানুধ‍্যায়ীরা অনেক গুজব রটিয়েছেন তাঁর নামে। অনেক ট্রোল, মিমও হয়েছে।


অভিনেত্রীর কথায়, ভারতীয় বিচারব‍্যবস্থার উপর তাঁর ভরসি রয়েছে। তাই একজন মা হিসেবে শিল্পা অনুরোধ করেছেন, যতদিন না মামলার রায় বেরোচ্ছে তাঁর ও তাঁর সন্তানদের কথা মাথায় রেখে নেটিজেন ও সাংবাদিকরা তাঁদের ব‍্যক্তিগত জীবনে যেন নাক না গলান।

X