বাংলাহান্ট ডেস্ক : দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে চাইছেন রাহুল গান্ধী এবার এহেন অভিযোগ এনেই তাঁকে রীতিমতো মহম্মদ আলি জিন্নাহ বলে তোপ দেগে দিলেন হিমন্ত বিশ্বশর্মা। উত্তরাখন্ডে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েই এহেন তোপ দাগতে দেখা গেল আসামের মুখ্যমন্ত্রী।
চলতি বছরে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তা ঘিরেই রীতিমতো তোলপাড় জাতীয় রাজনীতি। বিধানসভা নির্বাচনে কুরুক্ষেত্রে জয় লাভের জন্য একে অপরকে আক্রমণ শানাতে ভুলছেন না কেউই। এবার উত্তরাখন্ডে বিজেপির প্রচারে গিয়ে দেশভাগের প্রসঙ্গ টেনে সরাসরি রাহুল গান্ধীকে মহম্মদ আমি জিন্নাহের সঙ্গে তুলনা করলেন হিমন্ত বিশ্বশর্মা।
বিতর্কের সূত্রপাত বেশ কয়েকদিন আগে ট্যুইটারে। দেশের ঐক্য সম্পর্কে একটি ট্যুইট করেছিলেন রাহুল গান্ধী। সেখানে তিনি লেখেন, ‘কাশ্মীর থেকে কেরল, গুজরাট থেকে পশ্চিমবঙ্গ’। এই ট্যুইটের মাধ্যমে ভারতের সার্বভৌমত্বকেই বোঝাতে চেয়েছিলেন রাহুল। কিন্তু এই প্রেক্ষিতে তাঁকে একহাত নেন আসামের মুখ্যমন্ত্রী। পালটা ট্যুইট করে তিনি লেখেন,’ হ্যাল্লো, আমরাও উত্তরপূর্ব…আছি বাংলার পর’।
সেই ট্যুইট বিতর্কের রেশ টেনেই এবার উত্তরাখন্ডে মুখ খুললেন এই বিজেপি নেতা। তিনি দাবি করেন কংগ্রেস এবং রাহুল গান্ধী ভারতকে কয়েকটি রাজ্যের মিলিত রূপ ছাড়া আর কিছুই ভাবেন না। একই সঙ্গে দেশ ভাগের প্রসঙ্গও তুলে আনেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন উত্তরাখন্ডে ওই নির্বাচনী জনসভায় হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘ওঁর জন্য ভারত শুধুই গুজরাট থেকে পশ্চিমবঙ্গ। আমি নজর রাখছি গত ১০ দিন ধরে উনি কী কী বলেছেন। একবার বললেন ভারত কয়েকটি রাজ্যের মিলিত রূপ, আরেকবার বললেন ভারত মানে গুজরাট থেকে বাংলা। সেই কারণেই আমার মনে হয় রাহুল গান্ধীর মধ্যে জিন্নাহের ভূত প্রবেশ করেছে। রাহুল গান্ধীর ভাষা ১৯৪৭ সালের জিন্নাহর মতন। সেই দিক থেকে রাহুল গান্ধী এখনকার জিন্নাহ’।
প্রসঙ্গত, বর্তমানে বিজেপির তরফে আসামের মুখ্যমন্ত্রী হলেও সাবেক কালে কংগ্রেসেই ছিলেন হিমন্ত বিশ্বশর্মা। ২০১৫ সালে বিজেপিতে যোগ দেন এই দাপুটে কংগ্রেস নেতা। এবার তাঁর এই বক্তব্যে কার্যতই তোলপাড় বিরোধী রাজনীতি৷ যদিও কংগ্রেসের তরফ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে।