আজই ইস্তফা দিতে পারেন হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডে বড় খেলা হওয়ার সম্ভাবনা

বাংলাহান্ট ডেস্ক : ঝাড়খণ্ডের (Jharkhand)রাজনৈতিক পরিস্থিতি বেশ টালমাটাল। এর মধ্যেই আজ ইস্তফা দিতে পারেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। এমনই কানাঘুষো শোনা যাচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিধানসভার সদস্যপদ ত্যাগ করতে পারেন তিনি। এদিন বিকেল চারটেয় ক্যাবিনেট বৈঠক ডেকেছেন সোরেন। বৈঠকের পরেই তিনি ইস্তফা দেবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এই বৈঠকেই ঝাড়খণ্ডে আবারও সরকার গঠনের দাবি জানাবেন তিনি। আরও জানা যাচ্ছে, রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছেন জেএমএম নেতারা। জোটের নেতারা এদিন বিকেল চারটেয় রাজ্যপাল রমেশ ব্যাসের সঙ্গে সাক্ষাৎ করবে। থাকবেন হেমন্ত সোরেনও।

From the youngest CM of Jharkhand to dealing with political.webp

বলা বাহুল্য, বর্তমানে খনি মামলা নিয়ে চরম অস্বস্তিতে রয়েছে ঝাড়খণ্ড সরকার। নির্বাচনী নিয়মাবলি লঙ্ঘন করা হয়েছে বলে রাজ্যের শাসকদলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি। খনি মামলায় জে এম এম-কংগ্রেস জোট সরকারের ক্ষমতা হারানোর আশঙ্কা ইতিমধ্যেই প্রকাশ করে ফেলেছে বিভিন্ন রাজনৈতিক মহল।

এই পরস্থিতিতে ঝাড়খণ্ডে সৎভাবে ভোট করানোর দাবি জানিয়েছে বিজেপি। তবে এত রাজনৈতিক জটের মধ্যেও বেশ আত্মবিশ্বাসী ঝাড়খণ্ডের জোট সরকার। বৃহস্পতিবার বিকেলে বিধানসভা সদস্যপদ থেকে ইস্তফা দিলেও সরকার পুনর্গঠনের দাবি জানাবেন হেমন্ত সোরেন। এমনই জানা যাচ্ছে।

hemant soren 1661607127671 1661607136536 1661607136536

সম্প্রতি খনি মামলায় চাপের মাঝেই বেশ খোশ মেজাজে দেখা গিয়েছিল জোটের বিধায়কদের। শনিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে(Hemant Soren) রাজ্যের খুন্তি জেলার লাতরাতু বাঁধের কাছে অবসর সময় কাটাতে নৌকাবিহার করতেও দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গেই নৌকোতে ছিলেন ঝাড়খন্ড মুক্তি মোর্চা (JMM) এবং জোটের অংশীদার কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়কও।

শুধু ঘুরছেন এমনটাই নয় কমলা রঙের লাইফ জ্যকেট পরে তাঁদের সুন্দর করে হাসি মুখে ছবি তুলতে দেখা গিয়েছে। রাজ্যে সরকার টালমাটাল পরিস্থিতিতে থাকলেও তাঁদের মুখ দেখে মনেই হচ্ছে না যে কিছু হয়েছে। যেন তাঁরা কিছুদিনের জন্য ছুটি কাটাতে এসেছেন। এমনটাই বলছে রাজনৈতিক মহল।


Sudipto

সম্পর্কিত খবর