উর্দু-হিন্দিভাষীকে জোর করে বাংলা বলালেই কড়া ব্যবস্থা! হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি নেটমাধ্যম খুললে অনেক সময়ই চোখে পরে ‘মশাই বাংলায় থাকেন আর বাংলা ভাষা জানেন না?’ এইরকম কিছু কথা। শুধু নোটমাধ্যম কেন! পথে ঘাটে চলতেও কানে আসে এসব কথা। তবে এবার থেকে কোনো উর্দু বা হিন্দিভাষীকে এরম কথা বললেই হতে পারে শাস্তি। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। কোনও উর্দু বা হিন্দিভাষীকে দিয়ে জোর করে বাংলা বলালেই তা আইনত অপরাধ। বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবসের (World Minorities Rights Day) প্রাক্কালে এ নিয়ে বড় ঘোষনা করল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন (West Bengal Minorities Commission)।

কী জানানো হল কমিশন তরফে? পশ্চিমবঙ্গ সংখ‌্যালঘু কমিশনের চেয়ারপার্সন মমতাজ সংঘমিতা জানান, পশ্চিমবঙ্গে মুসলমান, খ্রীষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ধর্মালম্বীরা সংখ‌্যালঘু তালিকায় রয়েছেন। ভাষাগতভাবেও সংখ‌্যালঘুর তালিকায় রয়েছেন তাঁরা। এছাড়া পশ্চিমবঙ্গে যাঁরা উর্দু, হিন্দি, নেপালি, গুরুমুখী, ওড়িয়া, সাঁওতালি ভাষায় কথা বলেন তাঁরা লিঙ্গুইস্টিক মাইনরিটির তালিকায় রয়েছেন। যদি তাঁদের ভাষাগতভাবে কোনওরকম সমস‌্যা হয়, তাহলে তাঁরা অভিযোগ জানাতে পারেন সংখ্যালঘু কমিশনে।

অন্যদিকে, এই বিষয়ে মতামত দিয়েছেন কমিশনের সচিব শাকিল আহমেদও। তাঁর মতে, অনেক সময় সংখ‌্যালঘুদের ভাষা নিয়ে নানাভাবে হেনস্তা করা হয়। কেউ হয়তো বাংলা জানেন না। তবু তাঁকে দিয়ে জোর করে বাংলায় কথা বলানো হয়। এমন অভিযোগ এলে দ্রুত ব‌্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিঁনি। পাশাপাশি তিঁনি আরও বলেন, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। নানা ভাষা-ভাষীর লোকেরা এখানে বসবাস করেন। কোনওভাবেই এখানে বসবাসকারী সংখ‌্যালঘুদের ভাষা নিয়ে কোণঠাসা করা যাবে না।

language

প্রসঙ্গত, আগামী ১৮ ডিসেম্বর বিশ্ব সংখ্যালঘু অধিকার দিবস। সারা বিশ্বের ন্যায় পশ্চিমবঙ্গেও পালিত হবে এই দিনটি। গণতন্ত্রে নিরপেক্ষতার সবথেকে বড় অলঙ্কার সংখ‌্যালঘু সম্প্রদায়। তাই তাঁদের নিরাপত্তার স্বার্থে সংখ্যালঘু অধিকার দিবসের ঠিক কিছুদিন আগে কমিশন তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর