বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটারদের তাঁদের কেরিয়ারে বিভিন্ন চোটের সম্মুখীন হতে হয়। এমনকি, কিছু খেলোয়াড় আবার চোটের কারণেই অকালে অবসর নিতে বাধ্য হন। কিন্তু, পাকিস্তানের ক্রিকেট জগৎ থেকে এমন একটি খবর সামনে এসেছে, যেটি জানলে রীতিমতো আঁতকে উঠবেন। আসলে, পাকিস্তানে (Pakistan) একজন ক্রিকেটারের দু’টি পা-ই কেটে বাদ দিতে হয়েছে। যার পেছনের কারণটি অত্যন্ত বেদনাদায়ক। এদিকে, ওই ক্রিকেটার পাকিস্তানের হয়ে লিস্ট “এ” এবং প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন।
পাকিস্তানি (Pakistan) খেলোয়াড়ের দুই পা কেটে বাদ দেওয়া হয়েছে:
মূলত,পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার তথা কোচ মহিন্দর কুমারের সাথে এই ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ডায়াবেটিক ফুট ইনফেকশনের কারণে করাচিতে তাঁর দু’টি পা কেটে বাদ দেওয়া হয়। মহিন্দরের সংক্রমণ এতটাই গুরুতর ছিল যে তাঁর জীবনও বিপন্ন হতে পারত।
এদিকে, এই ঘটনা ক্রিকেট বিশ্বকেও হতবাক করে দিয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ছাপ রেখে যাওয়া পাকিস্তানি (Pakistan) ক্রিকেটারদের মধ্যে মহিন্দর কুমার হলেন অন্যতম একজন। খেলোয়াড় হিসেবে অবদানের পাশাপাশি, তিনি কোচ হিসেবেও তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করেন। তাঁর কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা অনেক খেলোয়াড়কে তাঁদের স্বপ্ন পূরণে সাহায্য করেছে। তবে, ডায়াবেটিসের মতো রোগ তাঁর জীবনকে কঠিন মোড়ে এনে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: “অপারেশন সিঁদুর” দিয়েছে ঝটকা! দেশে-দেশে ঘুরে কাতর আর্জি শরিফের, কী প্ল্যান পাক প্রধানমন্ত্রীর?
মহিন্দর কুমারের ক্রিকেট কেরিয়ার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ৬৫ বছর বয়সী মহিন্দর কুমার ১৯৭৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পাকিস্তানের (Pakistan) হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ওই সময়কালে তিনি ৬৫ টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৫৩ টি লিস্ট “এ” ম্যাচের অংশ ছিলেন। তিনি মূলত একজন ফাস্ট বোলার। তিনি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে কেরিয়ারে, ২৬.৪১ এভারেজে মোট ১৮৭ টি উইকেট নিয়েছেন। যার মধ্যে রয়েছে ১০ বার এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব। পাশাপাশি, তিনি ৪ বার এক ম্যাচে ১০ উইকেটও নিয়েছেন। অন্যদিকে, লিস্ট “এ”-তে তিনি ৬৪ টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: IPL চলাকালীনই বাজিমাত কোহলির! এই লিগে করে ফেললেন বিনিয়োগ, হবে বিপুল আয়
মহিন্দর কুমার ১৯৭৬ সালে পাকিস্তান (Pakistan) পিডব্লিউডির সাথে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। পরে মুদাসসার নজর, হারুন রশিদ, সিকান্দার বখত এবং সেলিম ইউসুফের মতো কিংবদন্তিদের সাথে UBL এবং ADBP-তেও খেলেছেন। তিনি সোহেল খান, মোহাম্মদ সামি, দানিশ কানেরিয়া, তানভীর আহমেদ এবং নঈমানুল্লাহ সহ একাধিক খেলোয়াড়কেও প্রশিক্ষণ দিয়েছেন।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: