বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশ রাজ্যের বরেলি জেলার থানা ইজ্জত নগরের একটি গ্রামের এক যুবতী গ্রামেরই এক মুসলিম সম্প্রদায়ের যুবকের বিরুদ্ধে বাড়িতে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ করেছিল। যুবতী অভিযোগ করে বলেছিল যে, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানানোর পরেও ওই যুবকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি।
যুবতী জানায়, অভিযোগের পর পুলিশ নাম মাত্র জিজ্ঞাসাবাদ করেছে। আর এরপর থেকে যুবক লাগাতার তাঁকে হুমকি দিয়ে যাচ্ছে। এই কারণে সে গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে আর বাড়ির বাইরে সম্পত্তি বিক্রি করার কথা লিখেছে।
আরেকদিকে, এই ঘটনা নিয়ে ইজ্জত নগর থানার এসএসপি রোহিত সিংহ সজবান বলেছেন, দুই পক্ষের মধ্যে একটি বিয়ের অনুষ্ঠানের পর জমিতে আবর্জনা ছড়িয়ে পড়া নিয়ে বিবাদ হয়েছিল। আর এই এখন সেটাকেই আলাদা রূপ দেওয়া হচ্ছে। এই ঘটনায় যারা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে, তাঁদের চিহ্নিত করা হয়েছে।