বাংলাহান্ট ডেস্ক : ‘কালী বিতর্ক’ (Kali Controversy) নিয়ে সরগরম দিল্লিও। আজ শনিবার দিল্লির (Delhi) বুকে সংকল্প যাত্রা বের করছে বিশ্ব হিন্দু পরিষদ (Vishwa Hindu Parishad)। এই মিছিল মণ্ডি হাউস থেকে বারাখান্ভা রোড হয়ে যন্তরমন্তরের দিকে যাবে বলে জানা যাচ্ছে। প্রশাসন কিছু শর্ত রেখে তবেই এই মিছিল করার অনুমতি দিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে আরও বেশ কয়েকটি সংগঠন মিলে ‘কালী পোস্টার বিতর্ক’ এবং রাজস্থানের উদয়পুরে কানহাইয়া লালের নৃশংস হত্যাকাণ্ড এবং অমরাবতীর উমেশ কালহের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই যাত্রার আয়োজন করা হয়েছে বলে জানা যাচ্ছে।
কালী তো হিন্দুত্বকেই ধ্বংস করবে
আজ সকাল থেকেই হিন্দুবাদী সংগঠন দিল্লির রাস্তায় মার্চ করা শুরু করেছে। এই যাত্রা শেষ হবে যন্ত্ররমন্তরে গিয়ে। প্রসঙ্গত, লীনা মানিমেকলাই, যাঁকে ঘিরেই শুরু হয়েছে এই কালী বিতর্ক, তিনি একের পর এক উস্কানিমূলক ট্যুইটে করে পরিস্থিতিকে জটিল করে তুলছেন বলেই দাবি করছে ওয়াকিবহাল মহল। সর্বশেষ ট্যুইটে উনি বলেন, ‘আমার কালী তো হিন্দুত্বকেই ধ্বংস করে দেবে।’ এই সমস্ত বিষয়ের প্রতিবাদেই আজ এই যাত্রা সংগঠিত করা হয়েছে বলেই জানা যাচ্ছে।
নূপুর শর্মা ভুল কিছুই বলেন নি
বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী অধ্যক্ষ অলোক কুমার বলেন, ‘নূপুর শর্মা ভুল কিছুই বলেন নি। এই দেশ সংবিধান মেনে চলবে। শরিয়ত মেনে নয়। সুপ্রিম কোর্টকোর্ট (Supreme Court) নিজের মর্যাদা লঙ্ঘন করেছে। জানা যাচ্ছে, সংকল্প যাত্রায় অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা হাতে জয় শ্রীরাম ধ্বনি তুলে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় দুই বিজেপি নেতা তজিন্দর পাল সিংহ বগ্গা এবং কপিল শর্মা অংশ নিয়েছেন।
উত্তর দিল্লির প্রাক্তন মেয়র অবতার সিং বলেন, ‘ এই সংকল্প মার্চের জন্য বেশ কয়েকটি হিন্দু আজ রাস্তায় নেমেছেন। হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ করতেই আমরা আজ একত্রিত হয়েছি। হিন্দুদের উপর এই অত্যাচার করাটা অন্যায়। আমাদের উপর যারা নির্যাতন করছে তারা যেন শাস্তি পায়।’ আজকের এই পদযাত্রার জন্য দিল্লির অনেক রাস্তাই কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, দিল্লি ট্রাফিক সতর্কতাও জারি করা হয়েছে। সকাল ৮ঃ৩০ থেকে দুপুর ২ঃ০০ পর্যন্ত বেশ কয়েকটি রাস্তায় কম যাতায়াত করার জন্য জনসাধারণকে অনুরোধ কটা হয়েছে।